এ বছরের দ্বিতীয়ার্ধে চীনের বিদেশ ভ্রমণকারীদের সংখ্যা ১.৯ কোটি হবে ।
এটি হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রেডিট কার্ড আন্তর্জাতিক সংস্থা---- মাস্টার কার্ডের সম্প্রতি প্রকাশিত পর্যটনের সূচক।
এই সংস্থার তদন্ত ফলাফল থেকে জানা গেছে, বিদেশ ভ্রমনকারী চীনাদের এই আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কেনাকাটা করার সময় চীনা ভ্রমনকারীরা বিশেষ করে স্মারক জিনিস, কাপড়, খাবার এবং দামি জিনিস কিনতে পছন্দ করে। ইউরোপ হচ্ছে চীনা ভ্রমনকারীদের সবচেয়ে পছন্দের -স্থান। এরপর হচ্ছে অস্ট্রেলিয়া, হংকং, ক্যানাডা , যুক্তরাষ্ট্র, জাপান ও সিঙ্গাপুর।
|