৬১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিষয়ক কমিটি স্থানীয় সময় ১২ সেপ্টেম্বর নিউইয়র্কে প্রথম অধিবেশন আয়োজন করে। সম্মেলনে গাম্বিয়াসহ একযোগে অল্প কিছু দেশের উত্থাপিত তথাকথিত "জাতিসংঘে তাইওয়ানের প্রতিনিধি অধিকার" প্রস্তাব জাতিসংঘের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হয়েছে। তাইওয়ান কর্তৃপক্ষের জাতিসংঘে "স্বাধীন তাইওয়ান" প্রচারের অপচেষ্টা ভেস্তে গেছে।
১৯৯৩ সাল থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের সাধারণ বিষয়ক কমিটি একটানা ১৪ বার সুস্পষ্টভাবে এই ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
জাতিসংঘস্থ চীনের স্থায়ী প্রতিনিধি ওয়াং কুয়াং ইয়া সাধারণ বিষয়ক কমিটির অধিবেশনে বলেছেন, বিশ্বে চীন নামে একমাত্র দেশ আছে। প্রাচীনকাল থেকে তাইওয়ান চীনের একটি অবিচ্ছেদ অংশ। জাতিসংঘের সাধারণ পরিষদের সাধারণ বিষয়ক কমিটি দশ বারো বছর ধরে দৃঢ়ভাবে তথাকথিত "তাইওয়ানের অন্তর্ভুক্ত প্রস্তাব" প্রত্যাখ্যান করেছে। এর মাধ্যমে জাতিসংঘের সদস্যদের জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও মৌলিক নীতি রক্ষা করার ন্যায়সংগত অবস্থান প্রতিফলিত হয়েছে। অতি স্বল্প সংখ্যক "স্বাধীন তাইওয়ান পন্থী" ব্যক্তির স্বদেশকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা অবশ্যই ব্যর্থ হবে।
|