ইরাকের একজন কর্মকর্তা ১৩ সেপ্টেম্বর বলেছেন, এদিন সকালে ইরাকের রাজধানী বাগদাদের মধ্যাঞ্চলে একটি গাড়ী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১১জন নিহত এবং ৩৩জন আহত হয়েছে।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, সকাল নয়টায় একটি পুলিশ প্রহরী দল বাগদাদের মধ্যাঞ্চলের একটি স্টেডিয়ামের কাছাকাছি একটি বোমা বিস্ফোরণের শিকার হয়।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরাকী বাহিনীর বাগদাদ ও কাছাকাছি এলাকায় সামরিক তত্পরতা চলছে, যাতে স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি উন্নত করা যায়। ইরাকের সরকারী কর্মকর্তা এবং মার্কিন বাহিনীর কর্মকর্তারা বলেছেন, সামরিক তত্পরতা অগ্রগতি অর্জিত হয়েছে। তবে অনেক লোক বিভিন্ন হামলায় নিহত হয়েছেন।
|