চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান চেন সি ওয়ে ১৩ সেপ্টেম্বর শাংহাইয়ে উল্লেখ করেছেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনের হিসাব পরীক্ষা সংস্থার চালানো অর্থনৈতিক দায়িত্ব সংক্রান্ত হিসাব পরীক্ষা ও স্থাপত্য প্রকল্পের হিসাব পরীক্ষা দুর্নীতি প্রতিরোধের জন্য ইতিবাচক ভূমিকা পালন করেছে।
শাংহাইয়ে অনুষ্ঠিত এশিয় হিসাব পরীক্ষা সংস্থার তৃতীয় সেমিনারে চেন সি ওয়ে বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনের হিসাব পরীক্ষা সংস্থা ক্যাডারদের অর্থনৈতিক দায়িত্বের হিসাব পরীক্ষা জোরদার করেছে, ক্যাডারদের ভূমিকা ও ব্যক্তিগত দায়িত্ব স্পষ্ট করেছে, তাঁদের দায়িত্বের সচেতনতা বাড়িয়েছে। স্থাপত্য প্রকল্পগুলোর উপর চালানো হিসাব পরীক্ষা ভালোভাবে স্থাপত্য ইউনিটের পরিচালনার কাজ জোরদার করতে সাহায্য করেছে। এতে পুঁজি বিনিয়োগ প্রকল্পের ফলপ্রসূতা বেড়েছে। এই দুটি নতুন হিসাব পরীক্ষার উপায় ভালোভাবে দুর্নীতি প্রতিরোধ করেছে। চীনের হিসাব পরীক্ষা সংস্থা সরকারের দায়িত্ব জোরদার এবং উন্নয়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে ।
|