v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-09-13 17:57:40    
চীন আরও বেশি করে পানি বাজার উন্মুক্ত করবে

cri
    চীনের একজন কর্মকর্তা বিশ্ব পানি সম্মেলনেঅংশগ্রহণকারী ৯০টি দেশ ও অঞ্চলের ৩০০০ প্রতিনিধিকে জানিয়েছেন যে , চীনের পানি বাজার অনেক বড় , চীন এমন একটি মঞ্চ প্রতিষ্ঠাকরবে যার মাধ্যমে বিদেশের উন্নতমানের প্রকৌশল ও অভিজ্ঞতা আমদানি করে চীনে দিনদিন জরুরী হয়ে ওঠা পানি সংকট নিরসন করবে ।

    পঞ্চম বিশ্ব পানি সম্মেলন পেইচিংয়ে অনুষ্ঠিত হচ্ছে । গত কয়েক দিনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারী কর্মকর্তা , বিশেষজ্ঞ ও পন্ডিত, প্রকৌশল ও সরঞ্জামের ব্যবসায়ীরা পানি সম্পদের সংরক্ষণ করা , পানীয় জলের শোধন করা এবং দূষিত পানির পুনর্ব্যবহার সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন এবং পানি শোধনাগারের আধুনিক কৌশল ও সাজসরঞ্জামপ্রদর্শন করছে ।

    চীনের উপপ্রধানমন্ত্রী চেন পেইচিয়েন সম্মেলনে ভাষণ দিয়েছেন । তিনি সম্মেলনে অংশগ্রহণকারীদের জানিয়েছেন , চীন বিশ্বে এমন একটি দেশ যার মাথাপিছু পানি সম্পদের পরিমাণ অপেক্ষাকৃত কম । বর্তমান ও পরবর্তী সময় শিল্পায়ন ও শহরায়ন দ্রুত উন্নয়নের সময়পর্বে রয়েছে । জনসাধারণের জীবনযাপন ও সামাজিক উত্পাদনে পানির চাহিদা দিনদিন বেড়ে যাচ্ছে । তাই চীনকে পানি সম্পদের সাশ্রয় ও পানি পরিবেশ রক্ষার মাত্রা জোরদার করতে হবে ।

    তিনি বলেছেন , চীন পানি ক্ষেত্রে বৈদেশিক সহযোগিতাকে আরও সম্প্রসারিত করবে । অব্যাহতভাবে চীনের পানি সাশ্রয় ব্যবস্থা, দূষিত পানি শোধন করা , পানির পুনর্ব্যবহার প্রভৃতি ক্ষেত্রের উন্নয়ন ও নির্মাণে বিদেশী অর্থবিনিয়োগ করতে উত্সাহ দেবে । চীনের শিল্পপ্রতিষ্ঠানকেপানি শোধনাগারে উন্নতমানের প্রকৌশল, অভিজ্ঞ ও যোগ্য মানুষ আমদানি করতে উত্সাহ করবে এবং দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক অর্থনৈতিক প্রকৌশলের আদানপ্রদান ও সহযোগিতা জোরদার করবে ।

    চীন পানি বাজার আরও উন্মুক্ত করার যে মনোভাব প্রকাশ করেছে আন্তর্জাতিক পানি সমিতির ভাইস চেয়ারম্যান দেভিড গার্মান তা স্বাগত জানিয়েছেন । তিনি বলেছেন , উপপ্রধানমন্ত্রী চেন পেইইয়েন তার ভাষণে চীনের পানি ক্ষেত্রে বিদেশী অর্থবিনিয়োগের কিছু বাধা দূর করার যে কথা উল্লেখ করেছেন তা বিশ্ব পানি সমিতির নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ । সংক্ষেপে বলা যায় , এখন চীনের সুবর্ণসুযোগ আছে । এক দিকে পাশ্চাত্ত্য দেশের অভিজ্ঞতা গ্রহণ করতে পারে অন্য দিকে সবচেয়ে উন্নত মানের প্রকৌশল গ্রহণ করতে পারে ।

    গার্মান মনে করেন যে , চীন যে আন্তর্জাতিক পানি সমিতির সঙ্গে মিলে এবারের পানি সম্মেলনের আয়োজন করেছে তা থেকে প্রমাণিত হয় যে , চীন আন্তর্জাতিক উন্নতমানের প্রকৌশল ও অভিজ্ঞতা গ্রহণের দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে । চীনের অভিজ্ঞতা ও প্রকৌশল আমদানি করার ব্যাপারে এবারের পানি সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালনর করবে ।

    চীনের নির্মাণ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিউ পাওসিং বলেছেন, ৩০ বছর আগেই শিল্পোন্নত দেশগুলোপানির টেকসই পুনর্ব্যবহার ও দূষিত পানি শোধ করার কাজ চালু করেছে । তাদের ৩০ বছরের ইতিবাচক ও নেতিবাচক অভিজ্ঞতা চীনের কাছে গ্রহণযোগ্য। তিনি বলেছেন , চীনে দিনদিন জরুরী হয়ে ওঠা পানির সংকট ও দূষিত পানির সমস্যার সমাধানে আমাদেরকে এমন একটি মঞ্চ প্রতিষ্ঠা করতে হবে , যে মঞ্চের মাধ্যমে বিদেশের আধুনিক প্রকৌশল ও অভিজ্ঞতাআমদানি করতে হবে । চীনের পানি বাজার বিশাল ।

    জানা গেছে , চীন বিংশশতাব্দীর আশির দশকের শুরুতে শহরাঞ্চলের পানি বিষয়ক কাজে বৈদেশিক অর্থবিনিয়োগ ব্যবহার শুরু করেছে । কিন্তু চীনের শহরাঞ্চের পানি বিষয়ক কাজে বৈদেশিক অর্থবিনিয়োগের অনুপাত ১০ শতাংশের চেয়ে কম ।

    ছিউ পাওসিং বলেছেন , চীন এক দ্রুত উন্নয়নশীল দেশ । চীনে পানির চাহিদা অত্যন্ত জরুরী । চীনের পানি বাজারের বিরাট প্রচ্ছন্ন শক্তি রয়েছে । পরবর্তী ৫ বছরে শহরাঞ্চলের পানিখাতে চীন মোট ১ ট্রিলিয়ন ইউয়ান নিয়োগ করবে । তিনি বলেছেন , চীন পানি বাজারে বিভিন্ন দেশের শিল্পপ্রতিষ্ঠানের অর্থবিনিয়োগ স্বাগত জানাবে ।