v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-09-13 16:43:07    
জাতি সংঘের ৬১তম সাধারণ পরিষদের দেখার দিক বেশি

cri
    জাতি সংঘের ৬১তম সাধারণ পরিষদের অধিবেশন গত মঙ্গলবার নিউইয়র্কের জাতি সংঘ সদর দফতরে শুরু হয়েছে । যেহেতু ঐতিহ্যিক বিষয়বস্তু ও বিশ্ব শীর্ষ সম্মেলনের গৃহীত " ফলশ্রুতির দলিলপত্রের" আরো বাস্তবায়নের সমস্যা , জাতি সংঘ মহাসচিবের নির্বাচনের সমস্যা এবং বিভিন্ন আঞ্চলিক উত্তেজনাপূর্ণ সমস্যাগুলো পরস্পরের সংগে জড়িত রয়েছে , সেহেতু এবারের অধিবেশনের তিনটি প্রধান দিক রয়েছে । সেটি হচ্ছে এবারের অধিবেশনের বিষয়বস্তুর সংখ্যা বেশি , সমস্যগুলো কঠিন এবং এই অধিবেশনে অংশ নেয়া রাষ্ট্রপ্রধানের সংখ্যাও বেশি । তাছাড়া বর্তমান সাধারণ পরিষদের চেয়ারম্যান , বাহরাইনের বিচারপতি শেইখা হায়া রাশেদ আল খলিফা হচ্ছেন সাধারণ পরিষদের ৩৬ বছরের ইতিহাসে নির্বাচিত প্রথম নারী চেয়ারম্যান । তাই তিনিও বিভিন্ন দেশের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন ।

    জাতি সংঘ সাধারণ পরিষদ হচ্ছে জাতি সংঘের আলোচনা ও তত্ত্বাবধানের একটি প্রধান সংস্থা । প্রতি বছরের সেপ্টেম্বর মাসে সাধারণ পরিষদের নতুন অধিবেশন শুরু হয় এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত নিয়মিত অধিবেশন বসে । এর লক্ষ্য হচ্ছে বিভিন্ন দেশের জন্যে সব দেশের স্বার্থের সংগে সম্পর্কিত আন্তর্জাতিক সসস্যা নিয়ে আলোচনা করার এক মঞ্চ স্থাপন করা । সুতরাং নিয়মিত অধিবেশন হচ্ছে প্রতিটি সাধারণ পরিষদের গুরুত্বপূর্ণ বিষয় ।

    গত বছর অনুষ্ঠিত জাতি সংঘের ৬০তম সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বিশ্ব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বলে অনেক আন্তর্জাতিক সমস্যা আপেক্ষিকভাবে উপেক্ষিত হয়েছিল । গত গ্রীষ্মকালের পর থেকে এসব সমস্যা প্রকট হয়ে ওঠেছে । তার মধ্যে রয়েছে জাতি সংঘের সংস্কারের সমস্যা , উন্নয়নের সমস্যা ও সন্ত্রাস-বিরোধী সমস্যা । সংগে সংগে ইরানের পরমাণু সমস্যা , মধ্যপ্রাচ্য সমস্যা ও সুদানের দারফুর সমস্যার মত কতকগুলো সমস্যার সমাধানও এখন জরুরী হয়ে পড়েছে । বিভিন্ন দেশ এই সমস্যাগুলোর ওপর বিশেষভাবে নজর দিচ্ছে । এসব সমস্যা অনিবার্যভাবে এ বছরের নিয়মিত অধিবেশনের প্রধান আলোচ্য বিষয় হিসেবে স্থান পাবে । জাতি সংঘের এক প্রাথমিক হিসাব থেকে জানা গেছে , চলতি অধিবেশনে দেড় শ'রও বেশি বিষয় নিয়ে আলোচনা করা হবে । এই বিষয়গুলো শান্তি ও নিরাপত্তা , উন্নয়ন , মানবাধিকার , মানবিক সাহায্য , আইন ব্যবস্থার উন্নয়ন , সন্ত্রাসের বিরোধিতা , নিরস্ত্রীকরণ এবং জাতি সংঘের সাংগঠনিক সংস্থার মত বিভিন্ন ক্ষেত্র এর ব্যাপ্তি রয়েছে ।

    অনুমান করা হচ্ছে যে , বিশ্বের ৮০ থেকে ৯০জন রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান চলতি অধিবেশনে উপস্থিত থাকবেন । চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও সিং এবারের অধিবেশনে ভাষণ দেবেন । তিনি তার ভাষণে কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে চীন সরকারের অভিমত ব্যাখ্যা করবেন ।

তাছাড়া এ বছরের অধিবেশন চলাকালে জাতি সংঘের নতুন মহাসচিব নির্বাচন করা হবে । বর্তমান মহাসচিব কফি আনানের কার্যমেয়াদ এ বছরের শেষ নাগাদ শেষ হবে । এ পর্যন্ত দক্ষিণ কোরিয়া , থাইল্যান্ড , শ্রীলংকা , ভারত ও জর্দানের ৫জন পদপ্রার্থী মহাসচিব হওয়ার জন্যে আবেদন করেছেন । অতএব মহাসচিব নির্বাচনের সমস্যা অবশ্যই চলতি অধিবেশনের একটি দেখার দিক হয়ে দাঁড়াবে । প্রথা অনুসারে নিরাপত্তা পরিষদ মহাসচিবের পদপ্রার্থী ঠিক করার ব্যাপারে সিদ্ধন্ত নেবে । তারপর সাধারণ পরিষদ তাকে নিয়োগ করবে ।

    সবাই লক্ষ্য করেছেন যে , এবারের অধিবেশনের উদ্বোধনী ভাষণে বর্তমান সাধারণ পরিষদের চেয়ারম্যান খলিফা বলেছেন ,জাতি সংঘের ভূমিকা আরো প্রসারিত করতে হবে । জাতি সংঘকে তার সংস্কার অব্যাহত রাখতে হবে এবং প্রধান প্রধান চ্যালেঞ্জরে মোকাবিলায় ধারাবাহিক সমাধান পদ্ধতি বের করতে হবে । বহুমুখীকরণ নীতির আলোকে এসব সমাধান পদ্ধতি বের করা যাবে ।

খলিফা তার ভাষণে সন্ত্রাস-বিরোধী সমস্যাও তুলে ধরেছেন ।