পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ১২ সেপ্টেম্বর ব্রাসেলসে বলেছেন , তালিবান সশস্ত্র সংস্থা এখন আল-কায়েদা সংস্থার চেয়েও বিপদজনক ।
একইদিন ইউরোপীয় সংসদে ভাষণ দেয়ার সময় মুশাররফ বলেছেন , "৯-১১" ঘটনা এবং আফগানিস্তান যুদ্ধ ৫ বছরের আগের ঘটনা । এখন আফাগানিস্তানের পরিস্থিতির বিরাট পরিবর্তন হয়েছে । সন্ত্রাসবাদের কেন্দ্র আল-কায়েদা সংস্থা থেকে তালিবানে পরিণত হয়েছে ।
তিনি বলেছেন , তালিবান সশস্ত্র সংস্থার শক্তি বেড়েছে , এখন তা আরো বিপদজনক হয়েছে । আফাগানিস্তানের জনগণের মধ্যে তালিবানের সমর্থক বেশি বলে তালিবান আল-কায়েদা সংস্থার চেয়ে বিপদজনক ।
|