সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান পরিবেশন করছি আমি আপনাদের বন্ধু লিলি। আজ হচ্ছে চীনের কমিউনস্ট পার্টির জন্মদিন। এই বছর হচ্ছে চীনের কমিউনিস্ট পার্টির ৮৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী। তাই আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি আমাদের মহান পার্টিকে "শুভ জন্মদিন" বলতে চাই। আচ্ছা, এখন আজকের চাওয়া পাওয়া শুরু করছি।
বাংলাদেশের বগুড়া জেলার নিমাইদীঘি গ্রামের সারাক ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট এম. আব্দুর রাজ্জাক, কুষ্টিয়া জেলার দূর্গাপুরের শ্রুতি আই.আর.এল ক্লাবের সোহেল রানা হৃদয় আমাদের অনুষ্ঠানে মাইকেল জ্যাকসনের কন্ঠে ইংরেজী গান শুনতে চান। আচ্ছা, এখন আমি "HEAL THE WORLD"নামে মাইকেল জ্যাকসনের কন্ঠে একটি বিখ্যাত গান শোনাবো। আশা করি, আপনারা সবাই পছন্দ করবেন।
বাংলাদেশের গাইবান্ধা জেলার মাজেদুল ইসলাম বিপ্লব তাঁর চিঠিতে লিখেছেন, আমি CRI বাংলা বিভাগের একজন নিয়মিত শ্রোতা। এর পূর্বে চাওয়া পাওয়া অনুষ্ঠানে চিঠি দিয়ে আমার অনুরোধের গানটি শুনতে পাইনি। আশা করি এবার আমার অনুরোধের গানটি বাজিয়ে আমাকে খুশী করবেন। আচ্ছা, প্রিয় বন্ধুরা, চাওয়া পাওয়া এক সপ্তাহে শুধু একবার করে প্রচারিত হয় এবং আমার হাতে শ্রোতাদের প্রচুর চিঠি আছে, তাই আমি আশা করি, আপনারা ধৈর্যশীলভাবে আমাদের অনুষ্ঠান শুনবেন এবং আমি চাওয়া পাওয়াতে আপনাদের পছন্দের শিল্পীর গাওয়া গান প্রচার করার প্রচেষ্টা করবো। আপনাদের সমঝোতা ও সমর্থনের জন্যে ধন্যবাদ। আচ্ছা, মাজেদুল ইসলাম বিপ্লব আমাদের অনুষ্ঠানে মান্নাদের গাওয়া "তুই কি আমার পুতুল"নামে গানটি শুনতে চান। এখন আমি গানটি শোনাবো।
বাংলাদেশের নরসিংদী জেলার চালাকচর গ্রামের নব অরুন বেতার শ্রোতা সংঘের সুমন সাহা শান্ত ও রাসেল রানা সজীব আমাদের অনুষ্ঠানে যে কোন একটি রবীন্দ্র সঙ্গীত শুনতে চান। রাজশাহী জেলার মো: ইসলাম হোসাইন আমাদের অনুষ্ঠানে"ডাকবো না ডাকবো না"নামে রবীন্দ্র সঙ্গীতও শুনতে চান। এখন আমি আপনাদের চাহিদা মেটাচ্ছি। একসঙ্গে এই সুন্দর গান শুনবো।
বাংলাদেশের ভোলা জেলার জি. এস. রেডিও শ্রোতা ক্লাবের এম. এইচ রনি আমাদের অনুষ্ঠানে মিতালী মুখার্জীর কন্ঠে একটি গান শুনতে চান। গানের নাম জীবন নামের রেল গাড়িটা। আমি এই গান খুঁজে পাইনি। তাই মিতালী মুখার্জীর গাওয়া আরেকটি গান শোনাবো। গানের নাম "এই ঘন বরষায়"।
আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখানেই শেষ হল। আমাদের অনুষ্ঠানে আপনারা কার কন্ঠে কি গান শুনতে চান, আমাকে লিখে জানাবেন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আবার কথা হবে।
|