বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার শ্রোতা ফয়সাল রহমান সোহেল তাঁর চিঠিতে লিখেছেন, ' আমি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। বাংলা বিভাগের সুন্দর সুন্দর অনুষ্ঠান শুনতে পেলে খুব আলন্দিত। আমাকে ভিষণ ভিষণ ভাল লাগে এইসব বাংলা অনুষ্ঠান শোনতে। বিশেষ করে চীনের ভাষার ঝাচে বাংলা কন্ঠ শোনতে। আমার আরও ভাল লাগে চীন দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ধর্ম, সমাজ বিষয়ক অনুষ্ঠানগুলো শোনতে। এ থেকে অনেক অজানা তথ্য জানা যায় ও অনেক কিছু শেখা যায়। আমি আশা রাখবো পরবর্তীতে যেন আরও নতুন নতুন অজানা বিষয় শোনতে পাই। প্রিয় বন্ধু, আপনার মতো একজন আন্তরিক শ্রোতা পেয়ে আমরা খুব খুশি। আশা করি আমাদের অনুষ্ঠান নিয়মিতভাবে শুনুন। আপনার চিঠিতে আপনি আমাদের বাংলা অনুষ্ঠান সূচী ও চীনা ভাষা শিক্ষার বই পাঠানোর অনুরোধ জানিয়েছেন। আমরা যত তাড়াতাড়ি সম্ভব অনুষ্ঠান সূচী এবং চীনা ভাষা শিক্ষার বই আপনাকে পাঠাবো।
বাংলাদেশের ঝিনাইডহ জেলার বাবু উবাইদা হলেন আমাদের পুরাতন শ্রোতা । প্রত্যেক মাসে আমরা তাঁর কাছ থেকে বেশ কয়েকটি চিঠি পেতে পারি। তিনি তাঁর চিঠিতে বলেছেন, ' আমি cri বেতারকে ভাল বাসি। ভাবাসি সি আ আইএর বাংলা অনুষ্ঠান। সি আ আই বেতার রসনা বিলাস অনুষ্ঠান-এর সকল শ্রোতা বন্ধুদেরকে আওয়ায় রং বেরং এর খাওয়া, যে খাওয়ার পর মোদের প্রাণ জুরে যায়। আপনারা কখনও যেন রসনা বিলাস অনুষ্ঠানটি বন্ধ কর দিবেন না। বাবু্ উবাইদা, আপনি আমাদের অনুষ্ঠানের প্রসংশা করার জন্য ধন্যবাদ । আমরা অবশ্যই অকারণে রসনা বিলাস অনুষ্ঠান বন্ধ করে দিবো না।
বাংলাদেশের ফরিদপুর জেলার এম,এস গোলাম সাওয়ার আমাদের একজন ভক্ত শ্রোতা। আমরা মাসে তাঁর কাছ থেকে কমপক্ষে দশ বারটি চিঠি পেতে থাকি। তাঁর প্রত্যেক চিঠিতে আমাদের অনুষ্ঠান উন্নত করার জন্যে ভাল ভাল প্রস্তাব করেন। এম, এস গোলাম সাওয়ার মতো ভক্ত শ্রোতা পেয়ে আমরা খুবই আলন্দিত এবং ভাগ্যবান মনে করি। তিনি তাঁর চিঠিতে বলেছেন, ' সি আ আই বেতার এমন একটি বেতার যে আমার কথা রাখে। চিঠির মূল্যায়ন করে। আমিও সি আ আইকে অনেক মযার্দা দেই অন্তর থেকে। সি আ আই বেতার আমার সুখ-দু:খের সাথী। এমন কোনো কথা নেই যা আমি সি আ আইকে লেখিনাই। আমি সি আ আইকে প্রচন্ড ভালবাসি কলেই জীবনের সব কথা না লিখে পারিনা। সি আ আই-এর অনুষ্ঠান সংক্রান্ত ছাড়াও ব্যক্তিগত অনেক কথা সি আ আইকে লিখে জানাই। তাতেও প্রচুর সুখ অনুভব করি। এত টুকু সুখ আর সহানুভূতির জন্য সি আ আইকে মনে প্রাণে আকঁড়ে ধরে রেখেছি সেই ছোট বেলা থেকে। সি আ আই আমার কত প্রিয় আর কতটুকু ভালবাসা তা পরিমাপ করা সম্ভব নয়। এক কথায় বলতে পারি সি আ আই আমার ভালবাসার নাম। ধন্যবাদ এম,এস গোলাম সারোয়ার, আপনার এত বেশী সুন্দর সুন্দর কথার জন্য। আপনি আগের মতো ভবিষ্যতেও আমাদের বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনতে পারবেন বলে আমরা আশা করি। আমাদের বাংলা অনুষ্ঠান উন্নত করার জন্য আমরা যথাযথ প্রচেষ্টা চালাবো, যাতে আমাদের অনুষ্ঠান সব সময় শ্রোতা বন্ধুদের আকর্ষণ করে থাকে।
বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার শ্রোতা মাসুম কবির সানী আমাদের একজন পুরাতন বন্ধু। তিনি নিয়মিত বাংলা বিভাগে চিঠি পাঠান। তিনি তাঁর চিঠিতে বলেছেন, ' আমি জানি চীন আন্তর্জাতিক বেতারের বতর্মান শ্রোতা সংখ্যা অনেক অনেক বেড়েছে। এর একমাত্র কারণ হল আপনাদের বৈচিত্রময় অনুষ্ঠান উপস্থাপনার কারনে। সত্যিই আপনাদের অনুষ্ঠান আমার জন কেড়ে নিয়েছে। প্রতিদিন না শুনলে যেন দু'টি চোখে ঘুমের নাগাল পাওয়া যায়না। আমি আগে যখন আপনাদের চিঠি লিখতাম তখন আপনাদের কাছ থেকে প্রচুর উপহার সামগ্রী পেয়েচিলাম। আশা করি আবার আমার কাছে এসব কাগজপত্র পাঠাবেন। ধন্যবাদ মাসুম কবির সানী। এখানে একটা কথা উল্লেখ করতে হবে যে, অনেক শ্রোতা বন্ধু আপনার মতো আমাদের ছোট ছোট উপহার পাঠানোর অনুরোধ জানিয়েঠছেন। তবে বতর্মানে আমাদের হাতে আপাতত; ভাল ভাল উপহার নেই বলে আমপনাদের পাঠাতে অক্ষম হয়েছে। কিন্তু আমরা কতৃর্পক্ষদের কাছে আপনাদের আশা-আকাংক্ষা পৌঁছে দিয়েছি। আশা করি , অদুর ভবিষ্যতে আপনাদের কাছে সুন্দর উপহার পাঠাতে পারবো।
বাংলাদেশের কিসোরগঞ্জ জেলার শ্রোতা কামরুল হাসান সমন তাঁর চিঠিতে বলেছেন, ' আমি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান মালা গত জুন থেকে আগস্ট মাস থেকে নিয়মিত শুনে আসছি। আপনাদের প্রতিটি অনুষ্ঠান আমাকে এমনভাবে আকর্ষণ করে আছে যা এক মুহুর্তে না শুনলে মনে হয় এ দিনটি বিশেষ করে মতর্মান বিশ্ব প্রেক্ষাপট থেকে অনেক পিছিয়ে পড়লাম। এদের মধ্যে বিজ্ঞান বিচিত্রা, বিশ্ব বিচিত্রা, খেলার জগত, চাওয়া-পাওয়া, গেলো সপ্তাহ এসবগুলো অনুষ্ঠান আমাকে খুব ভাল লেগেছে। এ সব অনুষ্ঠান শোনার পর আপনাদরে অনুষ্ঠানের ঠিকানা পাওয়ার জন্য ব্যকুল হয়ে উঠি। অবশেষে আমি অনেক কষ্টে আপনাদের কাছে চিঠি পালাম। আমি আপনাদের অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা হতে চাই। আশা করি আমাকে আপনাদের নিয়মিত সদস্যের তালিকায় অন্তর্ভূক্ত করে নিবেন। আছা প্রিয় বন্ধু, আপনার মতো একজন নতুন শ্রোতা পেয়ে আমরা খুব খুশি হয়েছি। আশা করি, আপনি এখন থেকে নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন। আমাদের অনুষ্ঠান সম্বন্ধে যদি আপনার কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। আপনার মতামত আর পরামর্শের জন্য আমরা আগে থেকে আপনাকে ধন্যবাদ জানাছি।
বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার অন্বেষা বেতার শ্রোতা সংঘের সম্পাদক আশরফুল ইসলাম তাঁর চিঠিতে লিখেছেন, ' প্রিয় সি আর আই বাংলা বিভাগের সকল কলাকুশলীকে চমত্কার পরিবেশনার মাধ্যমে আমাদের জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ এবং মেধা-মাননকে ঋদ্ধ করার জন্য আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনই নতুনরূপে অনন্য, অনবদ্য অনুষ্ঠানমালা নিয়ে প্রিয সি আর আই আমাদের মাঝে হাজির হয় এবং আমরা সি আর আই অন্ত:প্রাণ শ্রোতারা আগ্রহ ও আনন্দের সঙ্গে তা উপভোগ করে চমত্কৃত ও উপকৃত হই। গেলো সপ্তাহে অনুষ্ঠানটি আমাদের খুবই ভালো লাগছে।প্রতি সপ্তাহের সবার্ধিক গুরুত্বপূর্ণ সংবাদ ও বিশ্লেষণে সাজানো এ অনবদ্য পরিবেশনাটি আমাদের স্মৃতি বিভ্রমতা থেকে রক্ষা করছে। সবোর্পরি, যারা নিয়মিত সংবাদপত্রে চেখ কিংবা বেতারে কান রাখতে পারেনা, তারা কেবল এই একটি মাত্র অনুষ্ঠানের মাধ্যমেই সমসাময়িক চীন তথা সমগ্র বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পরছেন যা সি আর আই বাংলা বিভাগকে অধিক উত্কর্ষতা ও জনপ্রিয়তা দান করছে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আশেরাফুল ইসলাম, যখন আপনার চিঠি পড়ি তখন আমি সত্যিই মুগ্ধ হই। আপনি সত্যিই আমাদের একজন ভক্ত শ্রোতা। আপনার এই চিঠি আমি অনুবাদ করে আমাদের বেতারের শ্রোতা যোগাযোগ বিভাগের একটি পত্রকায় পাঠাবো। আশা করি ভবিষ্যতে আপনি আরও বেশ চিঠি লিকবেন।
|