চীন সরকারের সংশ্লিষ্ট বিভাগ ১২ সেপ্টেম্বর প্রথম বারের মতো চীনের নির্মাণ শিল্পের গুণগত মানের প্রতিদ্বন্দ্বিতার ক্ষমতা তদন্ত বিষয়ক ফলাফল প্রকাশ করেছে । তদন্তের ফলাফল অনুযায়ী , গত বছর চীনের নির্মাণ শিল্পের গুণগত মানের প্রতিদ্বন্দ্বিতার ক্ষমতার সূচক ৭৮.৯৮ শতাংশে দাঁড়িয়েছে এবং একটানা ৭ বছর স্থিরগতিতে বৃদ্ধি পেয়েছে ।
তদন্তের ফলাফল অনুযায়ী , চীনের টেলি-যোগাযোগ সরঞ্জাম , কম্পিউটার , অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম নির্মাণ ইত্যাদি আধুনিক শিল্পের গুণগত মানের প্রতিদ্বন্দ্বিতার ক্ষমতা লক্ষণীয়ভাবে উন্নত হয়েছে । কিন্তু মুদ্রণ শিল্প , কৃষি ও পার্শ্বজাত খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ প্রভৃতি ঐতিহ্যিক শিল্পের গুণগত মানের প্রতিদ্বন্দ্বিতার ক্ষমতা অপেক্ষাকৃত দুর্বল ।
চীনের রাষ্ট্রীয় পণ্যদ্রব্যের গুণগত মান তত্ত্বাবধান ও কোয়ারান্টাইন ব্যুরোর মহাপরিচালক লি ছাং চিয়াং বলেছেন , গত কয়েক বছরে যদিও চীনের পণ্যদ্রব্যের গুণগত মান স্থিতিশীলভাবে উন্নত হয়েছে । কিন্তু উন্নত দেশগুলোর চেয়ে তার কিছুটা ব্যবধান আছে ।
|