চীনের পররাষ্ট্র মন্ত্রণালযের মুখপাত্র ছিন কাং ১২ সেপ্টেম্বর পেইচিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন , চীন আশা করে যে , বিভিন্ন পক্ষ সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যথাশীঘ্র কোরিয় উপদ্বীপের পরমাণু সমস্যা বিষয়ক ছ'পক্ষীয় বৈঠক আবারও শুরু করবে ।
তিনি বলেছেন , বর্তমানে উপদ্বীপের পরিস্থিতি জটিল ও স্পর্শকাতর । সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত ছ'পক্ষীয় বৈঠক ত্বরান্বিত করার ওপর গুরুত্ব দেয়া । বিভিন্ন পক্ষ উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতার দিক থেকে নমনীয়তা ও বাস্তব মনোভাব অবলম্বন করে বৈঠক যথাশীঘ্র আবারও শুরু করার জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টি করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন ।
তিনি সংশ্লিষ্ট পক্ষকে সহিষ্ণুতা অবলম্বন করে সৃজনশীল ও গঠনমূলক প্রচেষ্টা চালিয়ে বিরোধ ও পরিস্থিতির তীব্রতা রোধ করার আহবান জানিয়েছেন ।
|