চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ১২ সেপ্টেম্বর পেইচিংয়ে বলেছেন , চিন মনে করে যে , বিশ্ব সম্প্রদায়ের উচিত মাঝারি ও ছোট দেশগুলোর স্বার্থের ওপর মনোযোগ দেয়া । ইতিবাচক কার্যক্রম অবলম্বন করে ছোট দ্বীপের উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নকে সাহায্য করা , যাতে বিবিধ দুর্যোগ মোকাবিলা করার ক্ষমতা বাড়ানো যায় ।
হু চিন থাও সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট গায়োমের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেছেন । তিনি বলেছেন , চীন-মালদ্বীপ সম্পর্ক বড় ও ছোট দেশগুলোর মধ্যে সমতা , আন্তরিক সহযোগিতা ও সহাবস্থানের একটি দৃষ্টান্ত বলা যায় । নতুন শতাব্দিতে দু'দেশের সহযোগিতামূলক সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত করার জন্য দু'পক্ষকে পরস্পরের প্রাধান্য সম্প্রসারিত করতে হবে , বুনিয়াদি ব্যবস্থার নির্মাণকাজ, মত্স শিল্প প্রভৃতি ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে হবে এবং সহযোগিতার নতুন পথ ও পদ্ধতি অন্বেষণ করে দু'দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা গভীরভাবে ত্বরান্বিত করতে হবে ।
|