ভারতের প্রাচীন সংস্কৃতির প্রতিনিধিত্বকারী এক শো পুরার্কীতি বিশিষ্ট একটি প্রদর্শনী এবছরের শেষ নাগাদ পেইচিংয়ে দেখানো হবে । চীনের রাষ্ট্রীয় পুরাকীর্তি ব্যুরোর মহাপরিচালক শান চি সিয়াং বলেছেন , গত ৫০ বছরেরও বেশি সময় ধরে এটাই হচ্ছে চীনে ভারতের বৃহত্তম পুরাকীর্তি প্রদর্শনী ।
এবারের প্রদর্শনী অনুষ্ঠানের জন্য গত দু' বছরে দু'দেশের সংশ্লিষ্ট বিভাগ ও পুরাকীর্তি বিষয়ক বিশেষজ্ঞরা ভারতের দশ-বারো যাদুঘর থেকে ১ শো মূল্যবান পুরাকীর্তি বাছাই করেছেন । এ সব পুরাকীর্তির মধ্যে পাথর দিয়ে তৈরী হিন্দুধর্ম ও বৌদ্ধধর্মের মূর্তি , তামা , সোনা ও রুপার সামগ্রী অন্তর্ভুক্ত থাকবে ।
২০০৬ সালে চীন-ভারত মৈত্রী বর্ষের অন্যতম কার্যক্রম হিসেবে দু'দেশের সরকার এবারের প্রদর্শনীর ওপর ব্যাপক গুরুত্ব দিচ্ছে ।
|