আন্তর্জাতিক অর্থ তহবিলের ১১ সেপ্টেম্বর প্রকাশিত চীনের অর্থনীতি সংক্রান্ত বার্ষিক পর্যালোচনা রিপোর্টে বলা হয়েছে, যদি বর্তমানে চীনের সম্মুখীন কিছু অর্থনৈতিক ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবেলা করা যায়, তাহলে চীনের অর্থনীতির ভবিষ্যত সম্ভাবনা উজ্জ্বল হবে।
রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক অর্থ তহবিল সংস্থার কর্মকর্তারা অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধি বজায় রাখার ক্ষেত্রে চীন সরকারের সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন। এই সংস্থার অনুমান অনুযায়ী, চলতি বছরে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ১০ শতাংশের কাছাকাছি থাকবে।
তবে রিপোর্টে আরো উল্লেখ্য করা হয়েছে যে, চীন সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ন্ত্রণের ব্যবস্থা করা দরকার, যাতে অর্থনৈতিক সমৃদ্ধ ও পতন এড়ানো যায়। রিপোর্টটি চীন সরকারের মধ্য মেয়াদী অর্থনৈতিক সংস্কার কৌশল সমর্থন করে, বিশেষ করে চীনের অর্থনৈতিক বৃদ্ধি পুঁজি বিনিয়োগ ও রপ্তানীর উপর গুরুতরভাবে নির্ভর করা থেকে ভোগ্যপণ্যের উপর নির্ভর করার নীতি সমর্থন করে।
|