|
 |
(GMT+08:00)
2006-09-12 18:31:33
|
চীন-রাশিয়া আইন প্রণয়ন সংস্থার গোল-টেবিল সম্মেলন অনুষ্ঠিতব্য
cri
চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি ও রাশিয়া ফেডারেশন সম্মেলনের ফেডারেল কমিটি ১৮ ও ১৯ সেপ্টেম্বর চীনের উত্তর-পূর্বাঞ্চলের হারবিন শহরে মিলিতভাবে " চীন-রাশিয়া আইন প্রণয়ন সংস্থার গোল-টেবিল সম্মেলন" আয়োজন করবে। এটি হচ্ছে ২০০৬ সালে চীনের আয়োজিত " রাশিয়া বর্ষ" রাষ্ট্রীয় পর্যায়ের প্রকল্পের অন্যতম। চীনের জাতীয় গণ কংগ্রেসের চেয়ারম্যান উ পাংকুও ও রাশিয়ার ফেডারেল কমিটির চেয়ারম্যান সের্গেই মিরোনোভ এই অনুষ্ঠানে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে ।
|
|
|