চীনের হুনান পর্যটন উত্সব ১২ সেপ্টেম্বর বৌদ্ধ ধর্মীয় পাহাড় হেংশানে শুরু হয়েছে । এবারের উত্সব "চমত্কার হুনান প্রদেশে প্রবেশ করে সুন্দর দৃশ্য উপভোগ করা"শিরোনামে চীন ও বিদেশী পর্যটকদের কাছে হুনান প্রদেশের প্রাকৃতিক দৃশ্য ও জাতীয় সংস্কৃতি দেখানো হবে ।
জানা গেছে, উত্সবে বিখ্যাত পর্যটন শহরের প্রদর্শনী, বাইরের খেলাধুলার প্রতিযোগিতা, সুস্বাদু খাবারের উত্সব, বহ্নুত্সব অনুষ্ঠিত হবে , যাতে আরো বেশি পর্যটকদের হুনান ভ্রমণ আকর্ষণ করা যায় । বর্তমানে জার্মানী, জাপান, দক্ষিণ কোরিয়া ও সিংগাপুর ইত্যাদি দেশ ও অঞ্চল থেকে আসা পর্যটকরা উত্সবে অংশগ্রহণ করেছেন ।
মধ্যচীনে অবস্থিত হুনান প্রদেশের প্রাকৃতিক দৃশ্য অতি সুন্দর এবং সুদীর্ঘ ইতিহাস রয়েছে । গত বছরে হুনান প্রদেশে ভ্রমণকারী দেশ বিদেশী পর্যটকের সংখ্যা ৭ কোটির বেশি ।
|