ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি ১২ সেপ্টেম্বর ইরানে তাঁর দু'দিনব্যাপী আনুষ্ঠানিক সফর শুরু করেছেন। এটা হচ্ছে প্রধানমন্ত্রী হওয়ার পর মালিকির প্রথম ইরান সফর।
ইরানের একজন কর্মকর্তা জানিয়েছেন, তেহরানে পৌঁছানোর পর মালিকি ইরানের প্রেসিডেন্ট মাহম্মদ আহমেদিনেজাদের সঙ্গে সাক্ষাত্ করবেন। ১১ সেপ্টেম্বর ইরাকের সরকারী মুখপাত্র আল আল-দাবাগ বলেছেন, মালিকির ইরান সফরের উদ্দেশ্য হচ্ছে ইরানের নেতৃবৃন্দের কাছে বন্ধুভাবাপন্ন তথ্য হস্তান্তর করা । তিনি আশা করেন, ইরাকের অভ্যন্তরীণ ব্যাপারে ইরানের হস্তক্ষেপ বন্ধ হবে। এর আগে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে যে, ইরান গোপনে ইরাকের সশস্ত্র ব্যক্তিদের সমর্থন ও প্রশিক্ষণ দেয় এবং ইরাকের শিয়া সম্প্রদায়ের কিছু সশস্ত্র শক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখছে।
|