সম্প্রতি চীনের প্রেসিডেন্ট হু চিন থাও বলেছেন, চীন সংখ্যালঘু জাতি অধ্যুষিত এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন জোরালোভাবে ত্বরান্বিত করবে। বিভিন্ন জাতির জনসাধারণের জীবনযাপনের মান উন্নত করবে।
পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল পরিদর্শনকালে হু চিন থাও এ কথা বলেছেন।
হু চিন থাও আশা করেন, সিন চিয়াং প্রভৃতি সংখ্যালঘু জাতি অধ্যুষিত এলাকার বুনিয়াদী ব্যবস্থার নির্মাণকাজ অব্যাহতভাবে জোরদার হবে। বিশেষ করে আর্থ-সামাজিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বিভিন্ন জাতির জনগণকে প্রত্যক্ষ লাভ অর্জনকারী প্রকল্পগুলোর উপর গুরুত্ব দেয়া হবে। এর সঙ্গে সঙ্গে প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার গুরুত্ব উপলব্ধি করতেই হবে, যাতে অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ সুরক্ষা উভয়ই বাস্তবায়ন করা যায়।
হু চিন থাও সংশ্লিষ্ট পক্ষের উদ্দেশ্যে আদেশ দিয়েছেন যে, বিভিন্ন জাতির জনসাধারণকে বুঝাতে হবে যে, হান জাতি আর সংখ্যালঘু জাতিগুলো কাউকে বাদ দেয়া যায় না। বিভিন্ন জাতি পরস্পরের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা, মত বিনিময় জোরদার করা এবং মিলিতভাবে অগ্রগতি অর্জন করতে হবে।
|