v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-09-12 16:56:52    
৩০তম বিশ্ব উত্তরাধিকার সম্মেলন

cri
    ৩০তম বিশ্ব উত্তরাধিকার সম্মেলন ৮ জুলাই লিথুয়েনিয়ার রাজধানী ভিলনিউসে অনুষ্ঠিত হয়েছে । চীন এই সম্মেলনে চীনের বড় প্যান্ডার আবাসিক এলাকাকে বিশ্ব প্রাকৃতিক উত্তরাধিকার আর ইন রাজবংশের ধ্বংসাবশেষকে বিশ্ব সাংস্কৃতিক উত্তরাধিকার হিসেবে অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছে ।

    জীবিত ফসল বলে পরিচিত বড় প্যান্ডা পৃথিবীর এক বিলুপ্তপ্রায় জন্তু । বড় প্যান্ডা সি ছুয়ান প্রদেশের প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার বিস্তীর্ণ এলাকায় বাস করে । চীনের হোনান প্রদেশের আন ইয়াং শহরের উপকন্ঠে অবস্থিত ইন সুই তিন হাজার বছর আগে ইন রাজবংশের রাজধানীর ধ্বংসাবশেষ । ১৯২৮ সালে ধ্বংসাবশেষটি প্রথমবার উদ্ধার করা হয় । ২৪ বর্গকিলোমিটার বিস্তৃত ইন সিউতে রাজপ্রাসাদ , রাজকীয় কবরস্থান , সাধারণ অধিবাসীর কবরস্থান ও হস্তশিল্প অঞ্চল আছে । চীনের প্রত্নতত্ত্ববিদরা এই ধ্বংসাবশেষে প্রচুর কচ্ছপ ও হাড়ের উপর খোদাই করে লেখা চীনা অক্ষর ও ব্রোঞ্জের পাত্র পেয়েছেন । এই সব জিনিস প্রাচীন চীনের সভ্যতা গবেষণার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ । কিন্তু কোনো কোনো জায়গায় পুরাকীর্তিগুলোর অতিরিক্ত উদ্ধার করা হয় । চীনের হুনান প্রদেশে অবস্থিত বিশ্ব উত্তরাধিকার চাং চিয়া চিয়ে এর একটি উদাহরণ । ২০০১ সালে চাং চিয়া চিয়ে অঞ্চলে প্রচুর হোটেল ও কেবল লাইন স্থাপনের বিশ্ব উত্তরাধিকার কমিটি সতর্ক করে দিয়েছিল , ফলে পুরাকীর্তি সমৃদ্ধ এই অঞ্চলের সৌন্দর্য্য বজায় রাখার জন্য অনেক অপ্রয়োজনীয় স্থাপত্য ভেঙ্গে ফেলা হয়েছে ।

    ৬ জুলাই চীনের পূর্ত মন্ত্রণালয় চীনের প্রথম কিস্তির আবেদনযোগ্য প্রাকৃতিক ও সাংস্কৃতিক উত্তরাধিকারের নামের তালিকা প্রকাশ করেছে । মোট ৩০টি দশর্নীয় স্থান এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে । নিয়ম অনুসারে পরবর্তীকালে চীন এই তালিকা থেকে প্রাকৃতিক বা সাংস্কৃতিক নিদশর্ন বেছে বিশ্ব উত্তরাধিকার তালিকায় অন্তর্ভূক্তির জন্য আবেদন করবে । বিশ্ব উত্তরাধিকার কমিটির নিয়ম অনুসারে একটি দেশ প্রতি বছর বড় জোর দু'টি বিশ্ব উত্তরাধিকারের অন্তর্ভূক্তির জন্যে আবেদন করতে পারে । চীনের পূর্ত মন্ত্রণালয়ের পদস্থ কমর্কর্তা মাদাম ছেন সিয়াও লি বলেছেন , আবেদনযোগ্য উত্তরাধিকারের নামের তালিকা তৈরী চীনের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা । এই ব্যবস্থা চীনের উত্তরাধিকার সম্পদ রক্ষা ও টেকসই উন্নয়নের নিশ্চয়তা বিধান করবে ।

    বিরাশি বছর বয়সী রো চে উয়েন চীনের একজন বিখ্যাত পুরাকীর্তি সংরক্ষণ বিশেষজ্ঞ । তিনি সারা জীবনই পুরাকীর্তি সংরক্ষণের কাজ করেছেন । তিনি বলেছেন , ১৯৮৫ সালে বিশ্ব উত্তরাধিকার চুক্তিতে অংশ নেয়ার পর চীন বিশ্ব উত্তরাধিকার আবেদনের কাজকে অত্যন্ত গুরুত্ব দেয় । বতর্মানে বিশ্ব উত্তরাধিকারের সংখ্যার দিক থেকে পৃথিবীতে চীনের স্থান তৃতীয় । বিশ্ব উত্তরাধিকার সংরক্ষণ এক কঠিন ব্যাপার । এ ক্ষেত্রে চীন সরকার অনেক ব্যবস্থা নিয়েছে । রাষ্ট্রীয় পরিষদ গত বছরের শেষ দিকে প্রতি বছরের জুন মাসের দ্বিতীয় শনিবারকে চীনের সাংস্কৃতিক উত্তরাধিকার দিবস হিসেবে নির্ধারন করেছে । এই দিবস নির্ধারনের উদ্দেশ্য হলো নাগরিকদের সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণের চেতনাকে উন্নত করা ।

    এ বছরের শুরুতে চীনের প্রাকৃতিক বিশ্ব উত্তরাধিকার চাং চিয়া চিয়ের নেতারা রাশিয়ার বিমান বাহিনীকে চাং চিয়া চিয়ের থিয়েন মেন পাহাড়ে বিমান উড্ডয়ন দেখানোর আমন্ত্রণ জানিয়েছেন । থিয়েন মেন গুহা হলো পৃথিবীর এক বিরল প্রাকৃতিক পাহাড়ী গুহা । স্থানীয় অধিবাসীরা মনে করেন , বিমান উড্ডয়ন হয়ত এই গুহা ও পাহাড়ের ক্ষতি করবে । তাই তারা ইন্টারনেট ও পত্রিকায় নিজের মতামত প্রকাশ করেন । সংশ্লিষ্ট বিভাগ নাগরিকদের মত গ্রহণ করে বিমানগুলো থিয়েন মেন গুহা অতিক্রমনের প্রোগ্রাম বাতিল করেছে ।

    চীনের তথ্য মাধ্যমগুলোর মতে , বড় প্যান্ডার আবাসিক এলাকা আর ইন রাজবংশের ধ্বংসাবশেষ বিশ্ব উত্তরাধিকারের নামের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বেশী । চীনের জাতীয় পুরাকীর্তি ব্যুরোর বিশ্ব উত্তরাধিকার বিভাগের প্রধান কো চান বলেছেন , বিশ্ব উত্তরাধিকারের জন্য আবেদন একটি ভালো ব্যাপার । তবে আরো গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, বিশ্ব উত্তরাধিকারের জন্যে আবেদনের মাধ্যমে চীনের প্রাকৃতিক ও সাংস্কৃতিক পুরাকীর্তি সংরক্ষণের মান উন্নত করা ।