**ত্রয়োদশ পেইচিং আন্তর্জাতিক বই মেলা ৩০ আগষ্ট পেইচিংয়ে উদ্বোধন
ত্রয়োদশ পেইচিং আন্তর্জাতিক বই মেলা ৩০ আগষ্ট পেইচিংয়ের আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে উদ্বোধন হয়েছে । পৃথিবীর ৫০টি দেশ ও অঞ্চলের ১৭ শ' বই ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সংস্থা এই চার দিন ব্যাপী মেলায় অংশ নিয়েছে ।
প্রথম পেইচিং আন্তর্জাতিক বই মেলা ১৯৮৬ সালে অনুষ্ঠিত হয় । এই বই মেলার উদ্দেশ্য হলো পৃথিবীর শ্রেষ্ঠ বই চীনে আমদানি করা , চীনের বই বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা ।বর্তমান মেলায় প্রকাশনা ফোরাম ও গ্রন্থস্বত্ব ফোরাম অনুষ্ঠিত হবে ।
**চীনের ক্রীড়া টেলিভিশন সংক্রান্ত আন্তর্জাতিক ফোরাম--২০০৬ পেইচিংয়ে শুরু
চীনের ক্রীড়া টেলিভিশন সংক্রান্ত আন্তর্জাতিক ফোরামের বৈঠক ২৪ আগষ্ট পেইচিংয়ে শুরু হয়েছে । দেশেবিদেশের তথ্যমাধ্যম ও ক্রীড়া ক্ষেত্রের দায়িত্বশীল ব্যক্তিরা এই বৈঠকে অংশ নিয়েছেন ।
**ইউনান প্রদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া সম্পর্কিত তথ্য কোষ খোলা হবে
এ বছরের শরত্কাল থেকে দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দক্ষিণ ও দক্ষিণ –পূর্ব এশিয়া বিষয়ক তথ্যকোষ খোলা হবে। এই সব কোষে ছাত্রছাত্রীরা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ভাষা ও সংস্কৃতি সম্পর্কে অনেক তথ্য পাবেন ।
**চীনের চতুর্থ চলচ্চিত্র ও টেলিভিশন প্রোগ্রাম প্রদর্শনী পেইচিংয়ে উদ্বোধন
২৪ আগষ্ট চীনের চতুর্থ আন্তর্জাতিক চলচ্চিত্র ও টেলিভিশন প্রোগ্রাম প্রদর্শনী পেইচিংয়ে উদ্বোধন হয়েছে । যুক্তরাষ্ট্র,ভারত , সিংগাপুর ও দক্ষিণ কোরিয়াসহ বিশাধিক দেশের চলচ্চিত্র , টিভি নাটক ও টেলিভিশন প্রোগ্রাম এই প্রদর্শনীতে দেখানো হয় ।
**পঞ্চম ছোপিন আন্তর্জাতিক যুব পিয়ানো প্রতিযোগিতা পেইচিংয়ে অনুষ্ঠিত হবে
পঞ্চম ছোপিন আন্তর্জাতিক যুব পিয়ানো প্রতিযোগিতা ৯ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্ব পর্যন্ত পেইচিংয়ে অনুষ্ঠিত হবে । এই প্রতিযোগিতা প্রতি চার বছরে একবার অনুষ্ঠিত হতো । প্রথম , দ্বিতীয় , তৃতীয় ও চতুর্থ প্রতিযোগিতা রাশিয়ার রাজধানী মস্কোয় অনুষ্ঠিত হয়েছে । এ বছর থেকে প্রতি দু বছর পর পর মস্কো ও পেইচিংয়ে পালাক্রমে অনুষ্ঠিত হবে ।
**উ কুয়ান চুংয়ের চিত্রকর্ম উপহার অনুষ্ঠান রাজপ্রাসাদ যাদুঘরে অনুষ্ঠিত
২৭ আগষ্ট চীনের খ্যাতনামা চিত্রশিল্পী উ কুয়ান চুংয়ের চিত্রকর্ম উপহার প্রদানঅনুষ্ঠান পেইচিংয়ের রাজপ্রাসাদ যাদুঘরে অনুষ্ঠিত হয়েছে । চীনের সংস্কৃতি মন্ত্রণালয় উ কুয়ান চুনকে প্রমানপত্র দিয়ে ধন্যবাদ জানিয়েছে।
**আয়ারল্যান্ডের নৃত্যশিল্পী দল চীনে আসছে
২২সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত আয়ারল্যান্ডের ' নাচের আত্মা ' নৃত্যশিল্পী দল পেইচিং থেকে তার দশম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কর্মসূচী শুরু করবে । এই দল চীনের পেইচিং ও সাংহাইসহ ছয়টি শহরে অনুষ্ঠান আয়োজন করবে ।
|