v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-09-12 16:45:08    
ষষ্ঠ এশীয়-ইউরোপীয় শীর্ষ সম্মেলন শেষ হয়েছে

 


cri

    "সম্মিলিতভাবে পৃথিবীব্যাপী চ্যালেঞ্জের মোকাবেলা করো" শিরোনামে ষষ্ঠ এশীয় -ইউরোপীয় শীর্ষ সম্মেলন ১১ সেপ্টেম্বর হেলসিনকিতে শেষ হয়েছে । সম্মেলনে নতুন সদস্যদেশ গ্রহণ করা হয়েছে , এশীয়-ইউরোপীয় সম্মেলনের আকার সম্প্রসারিত হয়েছে এবং সংস্থাটির পরবর্তীকালের উন্নয়ন সম্পর্কে পরিকল্পনা নেওয়া হয়েছে । চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও সম্মেলনে যে এশীয়-ইউরোপীয় সহযোগিতা জোরদার করার নতুন প্রস্তাব এবং এশীয়-ইউরোপীয় সম্মেলনের উন্নয়ন-লক্ষ্যমাত্রাউত্থাপন করেছেন তা সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন পক্ষের ব্যাপক সমর্থন পেয়েছে ।

    দুদিনব্যাপী সম্মেলনে গত ১০ বছরে এশীয়-ইউরোপীয় সম্মেলনের অভিজ্ঞতার সারসংকলন করা হয়েছে এবং পরবর্তীকালের উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে । সম্মেলনে বুলগেরিয়া, রোমানিয়া , ভারত, পাকিস্তান , মঙ্গোলিয়া , আসিয়ানের সচিবালয় এশীয়-ইউরোপীয় সম্মেলনের নতুন সদস্য হিসেবে গ্রহণ করার কথা ঘোষণা করা হয়েছে । ই ইউর বর্তমান পালাক্রমিক চেয়ারম্যান দেশ ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী মাটি ভানহানিন সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে সম্মেলনের সাফল্য এবং এর সুদীর্ঘ তাত্পর্যের সারসংকলন করেছেন । তিনি বলেছেন , হেলসিনকি শীর্ষ সম্মেলন এশিয়া- ইউরোপ সহযোগিতার জন্যে আরও বিশাল পথ সুগম করেছে । আমরা এশীয়-ইউরোপীয় সম্মেলনের সম্প্রসারণের জন্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি । নতুন সদস্যদের অন্তর্ভূক্ত হওয়া থেকে প্রমাণিত হয়েছে যে , এক প্রাণশক্তি ভরপুর প্রক্রিয়া হিসেবে এশীয়-ইউরোপীয় সম্মেলন আরও বেশি সদস্যদের অন্তর্ভূক্ত হতে আকর্ষণ করবে । সম্মেলনে ষষ্ঠ এশীয়-ইউরোপীয় শীর্ষ সম্মেলনের চেয়ারম্যান বিবৃতি ও দুটো গুরুত্বপূর্ণ ঘোষণা গৃহিত হয়েছে । এর মধ্যে আবহাওয়া পরিবর্তন সম্পর্কিত ঘোষণা বিশ্বের কাছে এই সংকেত দিয়েছে যে , আবহাওয়ার পরিবর্তন টেকসই উন্নয়নের জন্যে যে হুমকী বয়ে আনবে এশীয়-ইউরোপীয় সম্মেলনের সদস্য দেশগুলো মিলিতভাবে তা কাটিয়ে উঠবে । এশীয়-ইউরোপীয় সম্মেলনের পরবর্তীকালের উন্নয়ন সম্পর্কিত হেলসিনকি ঘোষণা এশীয়-ইউরোপীয় সম্মেলনের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া এবং এশীয়-ইউরোপীয় সম্পর্ক নিবিড় করার নীতি নির্ধারণকরেছে ।

    চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও সম্মেলনে আলোচ্যবিষয় সম্পর্কে চীনের অভিমত ব্যাখ্যা করেছেন । বহুপাক্ষিকতা জোরদার ও আন্তর্জাতিক নিরাপত্তাহুমকী মোকাবেলা সম্পর্কে তিনি মনে করেন যে , জাতিসংঘের নতুন হুমকী ও নতুন চ্যালেঞ্জ মোকাবেলার সামর্থ্য বাড়াতে হবে । পৃথিবীজোড়া নিরাপত্তার হুমকী দূর করতে হবে । সংলাপ ও বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক সংঘর্ষ নিস্পত্তিতেঅটল থাকতে হবে । যথেচ্ছভাবে বলপ্রয়োগ বা বলপ্রয়োগ দ্বারা হুমকী প্রদর্শনের বিরোধিতা করতে হবে । সন্ত্রাস দমনে সহযোগিতাজোরদার করতে হবে এবং দ্বৈত মানদন্ডের বিরোধিতা করতে হবে । সার্বিকভাবেপারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ ব্যবস্থা নিতে হবে ও আইন কার্যকরী ব্যবস্থা জোরদার করতে হবে এবং সংক্রামক ব্যধি প্রতিরোধে সহযোগিতা চালাতে হবে ।

    এশিয়া ও ইউরোপের নতুন অংশীদারী সম্পর্ক সুদৃঢ় ও জোরদার করার জন্যে ওয়েন চিয়াপাও ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের সহযোগিতা জোরদার , মিলিতভাবে বার্ডফ্লু সহ বিবিধ সংক্রামক ব্যধি প্রতিরোধ, গ্রামাঞ্চলের উন্নয়ন সম্পর্কে বহুমুখী কৌশল প্রণয়ন প্রভৃতি প্রস্তাব পেশ করেছেন । তিনি জোর দিয়ে বরেছেন , শিল্পোন্নত দেশগুলোর উচিত খাদ্যশস্যের নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন প্রভৃতি ক্ষেত্রে উন্নয়নমুখী দেশগুলোকে সাহায্য করা । তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে , জ্বালানী সম্পদ সাশ্রয় ও পরিবেশ রক্ষার ব্যাপারেচীন সক্রিয় ব্যবস্থা নেবে । তার প্রস্তাব বহু দেশের সমর্থন পেয়েছে ।

    এ বছর এশীয়-ইউরোপীয় শীর্ষ সম্মেলনের দশম বার্ষিকী । এ সংলাপের ব্যবস্থার ভবিষ্যত নিয়ে ওয়েন চিয়াপাও নিজের প্রস্তাবও পেশ করেছেন ।

সপ্তম এশীয়-ইউরোপীয় শীর্ষ সম্মেলন ২০০৮ সালের অক্টোবর মাসে পেইচিংয়ে অনুস্ঠিত হবে । এ সম্পর্কে ওয়েন চিয়াপাও বলেছেন , আমি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে মিলে এশীয় -ইউরোপীয় কৌশলগত সংলাপকে গভীরে নিয়ে বস্তুগত আর্থ-বাণিজ্যক সহযোগিতা জোরদার , সাংস্কৃতিক আদানপ্রদান ও সভ্যতার সংলাপ চালানো এবং এশিয়া ও ইউরোপের নতুন অংশিদারী সম্পর্ক জোরদার করার ব্যাপারে আরও বিরাট অবদান রাখব ।

পেইচিংয়ে অনুষ্ঠিতব্যসপ্তম এশীয়-ইউরোপীয় শীর্ষ সম্মেলন সম্পর্কে বর্তমান পালাক্রমিক চেয়ারম্যান দেশ ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীভানহানেন বলেছেন , দুবছর পর আমরা পেইচিংয়ে আবার মিলিত হব । আমি বিশ্বাস করি, আগামী স্বাগতিক দেশ চীন এশীয়-ইউরোপীয় অংশীদারদের সংলাপ ও সহযোগিতাকে জোরদার করবে । পেইচিং শীর্ষ সম্মেলন অত্যন্ত সাফল্যমন্ডিত হবে বলে আমি বিশ্বাস করি ।