চীন 'ইইউ ও চীনা ছাত্রছাত্রীদের মধ্যে পাঁচবছরমেয়াদী আদান-প্রদান সংক্রান্ত বৃত্তি প্রকল্প' স্থাপন করবে। ২০০৭ সাল থেকে প্রতি বছর ১শ' ইইউ ছাত্রছাত্রীদের জন্য সরকার বৃত্তি প্রদান করবে, যাতে ইইউ'র ছাত্রছাত্রীদের চীনা ভাষা শেখার জন্য আরো বেশী সুযোগ দেয়া যায়।
পরিসংখ্যানে দেখা গেছে, বর্তমানে বিদেশে চীনা ভাষা শেখা লোকসংখ্যা ৩ কোটিরও বেশী। চীনের সার্বিক রাষ্ট্রীয় শক্তি বাড়ানোর সঙ্গে সঙ্গে, চীনা ভাষা শেখা বিশ্বে আরো জনপ্রিয় হয়ে উঠছে। সংশ্লিষ্ট বিভাগের অনুমান অনুযায়ী, ২০১০ সাল পর্যন্ত বিশ্বে চীনা ভাষা শেখা বিদেশীদের সংখ্যা ১০ কোটি হবে। সে সময় কমপক্ষে ৪০ লাখ চীনা ভাষার শিক্ষক প্রয়োজন হবে। চীন সরকার চীনা ভাষার শিক্ষকদল গঠন করা এবং শেখানোর জন্যে নতুন বই প্রকাশের ওপর জোর দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। যাতে বিভিন্ন দেশের চীনা ভাষা শিক্ষার্থীদের চীনের সংস্কৃতিকে জানা ও উপলব্ধি করার জন্য সুবিধা হয়।
|