v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-09-12 11:04:29    
হংকং ও তাইওয়ানের গান

cri
    তাইওয়ানে একজন বিশেষ শ্রেণীর গায়িকা আছে। তিনি শুধুমাত্র মিষ্টি প্রেমের গান পছন্দ করেন না। তিনি জীবনমূখী নৃত্যচঞ্চল সঙ্গীত পছন্দ করেন। তিনি হচ্ছেন শিল্পী ইয়াং নাই ওয়েন। তাইপেইয়ে জন্ম গ্রহণ করা এই শিল্পী ছোট বেলা থেকেই সঙ্গীতের প্রতি গভীর আগ্রহ। শিশুকালেই সংগীত চর্চার প্রতি ঝুঁকে পড়েন। এবং চর্চা করতে থাকেন। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে তিনি পিয়ানো, ধীনা ও লম্বা বাঁশি বাজানো শিখেছেন। একদিন কাকতালীয়ভাবেই ইয়াং নাই ওয়েনের সঙ্গে তাইওয়ানের সংগীতজ্ঞ লি ইয়ু হুয়ান ও লিন ওয়েন জে। এর পরিচয় হয়। এর পর তার প্রতিভায় মুগ্ধ লিন ওয়েন জের সুপারিশে ইয়াং নাই ওয়েন তাইওয়ানের ম্যাজিক রক রেকর্ড প্লেয়ার কোম্পানির গায়িকা হিসেবে তালিকাভুক্ত হন। উক্ত কোম্পানী থেকেই ১৯৯৭ সালে তার প্রথম অ্যালবাম 'one' প্রকাশিত হয়। ১৯৯৯ ও ২০০১ সালে তিনি পর পর 'নিরবতা' ও 'উচিত' নামে দুটো অ্যালবাম প্রকাশ করেন। বিশেষ করে তার অ্যালবাম 'উচিত' জনপ্রিয়তা পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি সঙ্গীত ক্ষেত্রের ইতিহাসে নিজের নামটিকে স্থায়ী করে নিতে সক্ষম হয়েছেন ।

    আপনারা এখন যে গান শুনচ্ছেন, তার নাম 'উচিত'। গানের কথা এমনঃ হয়তো নিঃসঙ্গতাকে ভয় হয় । একসাথে থাকার পর, হঠাত্ তোমার হারিয়ে যাওয়া, হয়তো বা আমাকেই এবং আমাকে ভুলে যাওয়ার আশংকায় আমি উদ্বিগ্ন, আমি অস্থির। হয়তো আমি একটু বেশীই ভাবছি। জানিনা এ আমার সন্দেহ কিনা? ভীরুতা আমায় যেন জড়িয়ে থাকে। যখন কিছু বলার সুযোগ পাই, হতবিহ্বল আমরা তখন জানি না কী বলবো। হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে তোমাকে ভালবাসি বলা উচিত। তোমার হাত ধরে তোমাকেই আলিঙ্গন করা উচিত। বারবার ভাবি আজ থেকে তোমাকে আর যাবার অনুমিত দেবো না।

    সাম্প্রতিক বছরগুলোতে, চীনা ভাষার গান এশিয়ায় খুবই জনপ্রিয় হয়েছে। অনেক চীনা বংশোদ্ভূত গায়ক-গায়িকা তাদের সংগীতের মাধ্যমে চীনা ভাষায় সংগীতের ক্ষেত্রে আলোড়ন সৃষ্টি করেছেন। মালয়েশিয়ার গায়ক চাং জি ছেং তাদের মধ্যে অন্যতম একজন। নিয়মিতভাবে গান গাইছেন ৬ বছর ধরে। তিনি বহু পুরস্কার পেয়েছেন এবং অনুরাগীরা তাঁকে খুবই পছন্দ করে। ১৯৯৬ সালে মালয়েশিয়ায় এক সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে গানের ভূবনে তিনি নিজেকে মেলে ধরেন। ২০০১ সালে তিনি মালয়েশিয়ার 'হুয়া ইয়ান' রেকর্ড প্লেয়ার কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হন। ২০০২ সালে তিনি প্রথম চীনা ভাষায় সংগীতের অ্যালবাম 'নাম' প্রকাশ করেছেন। প্রত্যেক বছরই তিনি দুটো করে অ্যালবাম প্রকাশ করছেন। চলতি বছরের মে মাসে তার নতুন অ্যালবাম 'প্রেমের বৃক্ষ' প্রকাশিত হয়েছে। এই অ্যালবামে মোট দশটি গান রয়েছে। এর মধ্যে আর এন্ড বি, এবং বৃটেনের হৃদয়ে কম্পনতোলা উদ্যাম সঙ্গীতসহ বহু স্টাইলও সুরের গান রয়েছে। অ্যালবামের প্রধান গান 'আনন্দ' হচ্ছে চাং জি ছেংয়ের প্রথম শব্দ সুষমামন্ডিত গান। তাঁর গানে ও কথায় যাই থাকনা কেন, মানুষের হৃদয়ে উষ্ণ ও হাল্কা অনুভূতির দোলা দিয়ে যায়। গানের অর্থ হলোঃ আনন্দ ভাগাভাগি করা যায়। আনন্দেরও কিছু বিশেষ ধারা আছে। আনন্দকে সব সময় হয়তো মনে রাখা যায়। কারণ সব ভালো লাগাই স্মৃতিতে লীন হয়ে থাকে সুখের স্পর্ষে। বেশী কথা বলতে নেই। বেশী কিছু চাইতেও নেই। আমি শুধু তোমার একমুঠো আনন্দ চাই। ভালবাসা হচ্ছে আনন্দ। প্রেম পড়া যায় খুব সহজেই। কিন্তু ভালবাসা ছাড়িয়ে যায় নিছক প্রেমের সীমা রেখাকে। আসুন, আমরা এক সঙ্গে তার এই গানটি শুনি।

    ১৯৯৩ সালে ১৬ বছর বয়সে তাইওয়ানের গায়ক ওয়াং লি হোং 'বিদায়! আমার ক্ষণিকের সংগী' ছায়াছবিটি দেখেন। দেখার পর পরই তিনি পিকিং অপেরা সম্পর্কে স্বপ্ন দেখতে শুরু করেন। এই ছায়াছবি তার হৃদয়ের অস্তিত্বে গভীর ছাপ ফেলেছে। সে সময় তিনি সিদ্ধান্ত নিলেন যে, যদি কোন একদিন সুযোগ পান, তাহলে অবশ্যই পিকিং অপেরাকে নিজের সংগীতে তুলে ধরবেন। ২০০৬ সালে, ওয়াং লিহোংয়ের সুযোগ আসে। তিনি চীনের বৈশিষ্ট সমৃদ্ধ শব্দের অনুরণনের ধারায় দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের নাম হচ্ছে 'হুয়া থিয়ান ছুও'। 'হুয়া থিয়ান ছুও' হচ্ছে একটি খুব বিখ্যাত পিকিং অপেরা। গল্পটিতে রোমান্টিক প্রেমের বর্ণনা রয়েছে। ওয়াং লিহোং এই অ্যালবামের জন্য একটি বেদনাদায়ক মর্মষ্পর্ষী প্রেমের গান রচনা করেছেন। আচ্ছা, এখন আমরা তার এই গানটি আপনাদের শোনাবো।

 

    ১৯৯৯ সালে তাইওয়ানের গায়িকা ছেন ছি চেন সংগীত ক্ষেত্রে প্রবেশ করেন। প্রথমে তাইওয়ানের রক রেকর্ড প্লেয়ার কোম্পানি তাঁকে সুন্দরী গায়িকার মর্যাদা দিয়েছে। কিন্তু মিষ্টি ও মোহনীয় চেহারা ছাড়াও ছেন ছি চেনের প্রতিভাও খুব বেশী। পর পর তিনি তিনটি শ্রেষ্ঠ অ্যালবাম প্রকাশ করেছেন। ২০০৩ সালে রক কোম্পানির সঙ্গে চুক্তি সম্পন্ন হবার পর, তিন বছর তিনি নতুন অ্যালবাম প্রকাশ করেননি। বরং তিনটি গান প্রকাশ করেন। ২০০৫ সালের শেষ নাগাদ, তিনি নতুন অ্যালবাম 'সুরুচিপূর্ণ হঠকারিতা' নিয়ে অনুরাগীদের সামনে হাজির হন। তাঁর নিজের পছন্দের চিত্রশিল্পী নতুন অ্যালবামের ডিজাইন তৈরী করেছে। অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে আসুন আমরা এই গানটি সবাই এক সঙ্গে শুনি।

    প্রিয় শ্রোতাবন্ধুরা, এতক্ষণ আমি আপনাদের জন্য হংকং ও তাইওয়ানের গায়ক গায়িকার কয়েকটি গানের ওপর কিছু কথা বললাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানে শেষ হল, শোনার জন্য ধন্যবাদ। আগামী সপ্তাহে আবার কথা হবে।