১০ সেপ্টেম্বর পেইচিংয়ে চীনের শিশু ও তরুণ-তরুণীদের এইডস রোগ প্রতিরোধ অভিযান চালু হয়েছে ।
জানা গেছে , এইডস রোগ প্রতিরোধ ও চিকিত্সার ব্যাপারে চীন সরকার শিশু ও তরুণ-তরুণীদের ওপর ব্যাপক গুরুত্ব দিয়ে আসছে । এ ক্ষেত্র শিশুদের এইডস আক্রান্ত মায়ের দুধ খাওয়ানো থেকে বিরত রাখার প্রচার ভালভাবে চালানো , নবজাত শিশুদের এইডস সংক্রমণের আশংকা কমানো , শিশু এইডস রোগীদের বিনাখরচে প্রতিষেধক টিকা দেয়া এবং এইডস রোগে বাবা মা হারানো অনাথদের নানা রকম ত্রাণ-সাহায্য ব্যবস্থা গ্রহণ করাসহ বেশ কয়েকটি নীতি ও ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে ।
চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন , চীনে শিশু ও তরুণ-তরুণীরা এইডস রোগ প্রতিরোধ ও চিকিত্সার ব্যাপারে এখনো বহু সমস্যা ও অসুবিধার সম্মুখীন হচ্ছে । সুতরাং শিশু ও তরুণ-তরুণী এইডস রোগীদের চিকিত্সা দেয়ার কাজ সক্রিয়ভাবে চালাতে হবে এবং এইডস রোগে ক্ষতিগ্রস্ত শিশু ও তাদের পরিবার পরিজনের প্রতি যত্নবান হতে হবে ।
|