১০ সেপ্টেম্বর ফিলিস্তিনের জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান মাহম্মেদআব্বাস বলেছেন, তিনি বিনাশর্তে ইস্রাইলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের সঙ্গে বৈঠক করতে ইচ্ছুক ।
একইদিন আব্বাস রামাল্লা সফররত বৃটেনের প্রধানমন্ত্রী টনী ব্লেয়ারের সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, ফিলিস্তিন ও ইস্রাইলের সঙ্গে আবার সার্বিক বিষয় নিয়ে আলোচনা শুরু করবে । তিনি বিনাশর্তে ইস্রাইলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের সঙ্গে বৈঠক করতে ইচ্ছুক । তিনি আরো বলেছেন, বর্তমানে তাঁর নেতৃত্বাধীন ফাতাহ হামাসের সঙ্গে যৌথ সরকার গঠন করেছে ।
ব্লেয়ার বলেছেন, গত কয়েক মাসের মধ্যে ফিলিস্তিন ও ইস্রাইল পরিস্থিতি অবনতি হয়েছে । আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যপ্রাচ্যের শান্তিপূর্ণ রোড ম্যাপ পরিকল্পনার কার্যকর ত্বরান্বিত করা উচিত । যাতে ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা বাস্তবে পরিণত করা যায় ।
৯ সেপ্টেম্বর ওলমার্ট জেরুজালেমে ব্লেয়ারের সঙ্গে বৈঠকের পর বলেছেন, তিনি আব্বাসের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা করে মধ্যপ্রাচ্যের শান্তিপূর্ণ রোড ম্যাপের বাস্তবায়ন ত্বরান্বিত করতে ইচ্ছুক । ওলমার্ট বলেছেন, মধ্যপ্রাচ্যের শান্তিপূর্ণ রোড ম্যাপ পরিকল্পনার বাস্তবায়নে কোনো সহজ উপায় নেই । প্রথমে ফিলিস্তিনের সক্রিয় সশস্ত্র সংস্থা ভেঙ্গে দেয়া উচিত ।
|