v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-09-11 16:56:54    
আন্তর্জাতিকক্ষেত্রে যতই সন্ত্রাস দমন করুক  না কেন  তা ততই তীব্রতর হচ্ছে কারণটা কি ?

cri
    "১১ সেপ্টেম্বর" সন্ত্রাস হামলার ঘটনাটি প্রায় ৫ বছর পার করেছে । কিন্তু তা বিশ্বের উপর যে আঘাত হেনেছে তা এখনো দূর হয়নি । আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাস দমনের প্রচেষ্টা কখনো বন্ধ হয়নি । তবে সন্ত্রাসী তত্পরতা তীব্রতর থেকে তীব্রতর হয়ে ওঠার প্রবণতাদেখা দিয়েছে । যতই সন্ত্রাস দমন করুক না কেন তা ততই তীব্রতর হয়ে ওঠছে  কারণটা কি?বিষয়টি নিয়ে আমাদের প্রতিনিধি চীনের আধুনিক আন্তর্জাতিক সম্পর্ক গবেষণালয়ের সন্ত্রাস দমন কেন্দ্রের প্রধান লি উইর এক সাক্ষাত্কার নিয়েছেন ।

    সম্প্রতি সি এনএন-এর প্রচারিত এক প্রামাণ্য চলচ্চিত্রএমন একটি কথা ছিল যে , " ১১ সেপ্টেম্বর" ঘটার সময়ে কেবল এক জন বিন লাদেন ছিল । কিন্তু "১১ সেপ্টেম্বর" হওয়ার পর ১০০০ জন বিন লাদেনের জন্ম হয়েছে । লি উই মনে করেন যে , এর এক গুরুত্বপূর্ণ কারণ হল , সন্ত্রাসবাদ সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়ের অস্পষ্টঅভিমত ধারণ । তিনি বলেছেন , সন্ত্রাসবাদ সম্পর্কেবর্তমান আন্তর্জাতিক সম্প্রদায় একই অভিমত পোষণ করেনি । সন্ত্রাস সম্পর্কে নানা ধরণের ধারণা পোষণ করছে বিশ্ব । গোটা আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থ উপেক্ষা করে কিছু কিছু দেশ বিশ্বেনিজের কৌশলগতস্বার্থের দিক বিবেচনা করে সন্ত্রাসকে দেখে । তারা শক্তিশালী রাজনীতি , আধিপত্যবাদ বা সন্ত্রাস দমনের অজুহাতে ভিন্ন রাষ্ট্রীয় ক্ষমতা উচ্ছেদ করে বিশ্বে নিজ দেশের শক্তিশালী আওতা সম্প্রসারণ করে এবং আন্তর্জাতিক তেলের সম্পদ কেড়ে নেয়ার প্রচেষ্টা চালায় । অন্য ব্যাপারে এই সমস্যাগুলো আন্তর্জাতিক সন্ত্রাসবাদের অস্তিত্ব থাকার ও উন্নয়নের অবকাশকে সম্প্রসারিত করেছে ।

    লি উই মনে করেন যে , সন্ত্রাস সম্পর্কে অভিমত ভিন্ন এবং এ থেকে দ্বৈত মানদন্ড সমস্যা অর্থাত বর্তমান আন্তর্জাতকি সম্প্রদায়ের সন্ত্রাস দমন রোধ করার এক মৌলিক সমস্যা সহ অন্য কিছু কিছু সমস্যাও দেখা দিয়েছে । তাই জাতিসংঘ বহুবার সদস্য দেশগুলোর কাছে সন্ত্রাস সম্পর্কেনিরংকুশ সদস্য দেশের গ্রহণযোগ্যএকঅভিন্ন অভিমত গ্রহণ করার আহবান জানিয়েছে ।

    তিনি মনে করেন যে , যতই সন্ত্রাস দমন করুক না কেন সন্ত্রাসততই তীব্রতর হওয়ার আরেকটি কারণ হল , কিছু দেশ সন্ত্রাস দমন করার নির্ভূল পথ খুঁজে পায়নি । যেমন আন্তর্জাতিক সন্ত্রাস দমনে জাতিসংঘের ভূমিকা উপেক্ষা করা বা ত্যাগ করা । লি উই বলেছেন , যুক্তরাষ্ট্র জাতিসংঘকে এড়িয়ে ইরাকের উপর আক্রমণ চালিয়েছে । ফলে ইরাক আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংস্থার প্রচার , ভাড়া ও প্রশিক্ষণ দেয়ার এক নতুন মঞ্চে পরিণত হয়েছে । ইরাক যেমন বিশ্বের বিভিন্ন অঞ্চলের উগ্র সন্ত্রাসী ব্যক্তিদের আকর্ষণ করেছে তেমনি বিদেশে সন্ত্রাসী ব্যক্তিদের রপ্তানীও করছে ।

    লি উই উল্লেখ করেছেন , সন্ত্রাস দমনের প্রক্রিয়ায় কিছু দেশে ভিন্ন জাতী ,ভিন্নধর্ম ও ভিন্নসংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রের শত্রুতা জোরদার করা সন্ত্রাস তীব্রতর হওয়ার আরেক গুরুত্বপূর্ণ কারণ ।

    লি  উই আরও উল্লেখ করেছেন , আন্তর্জাতিক বিষয়াদিতে কিছু কিছু দেশ যে অনিরপেক্ষ নীতি গ্রহণ করেছে এবং সন্ত্রাস দমনে কিছু বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধেযে তত্পরতা চালিয়েছে তা আন্তর্জাতিক সন্ত্রাসী শক্তিকে জোরদার করেছে । যার ফলে যতই সন্ত্রাস দমন করুক না কেন সন্ত্রাস ততই তীব্রতর হয়ে উঠেছে । লি উই বলেছেন , বর্তমান আন্তর্জাতিক দ্বন্দ্বও আন্তর্জাতিক বিষয়াদিতে কিছু দেশ স্পষ্টভাবে এক পক্ষের পাশে দাঁড়ায় । বিশেষ করে কিছু দিন আগের লেবানন-ইস্রাইল সংঘর্ষে যুক্তরাষ্ট্রের মনোভাব মুসলিম রাষ্ট্রসহ ব্যাপক আরব দেশের মধ্যে অসন্তোষ জাগিয়ে তুলেছে । পাশ্চাত্ত্যদেশগুলোর সন্ত্রাস দমনে সেই দেশের সরকার ও জনমত স্পষ্টভাবে বিশেষ জাতির উপর আক্রমণ চালায় ।

    আমরা জানি , সত্যিকারের সন্ত্রাসী ব্যক্তি অতি নগন্য । কিন্তু সন্ত্রাস দমনে তারা সেই গোটা জাতির বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে । এ কারণে এই সব সংখ্যালঘূ সম্প্রদায়আর রাষ্ট্রের প্রধান শক্তির মধ্যে দ্বন্দ্বআরও প্রকট হয়ে উঠেছে ।