v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-09-11 15:04:46    
১১ সেপ্টেম্বর ক্রীড়া সংবাদ

cri
  

(৫)

     (১)* ৩১ আগষ্ট পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটি ও হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার পেইচিং অলিম্পিক গেমসের একেস্ট্রিয়ান প্রতিযোগিতার প্রস্তুতি কাজ নিয়ে দলিলপত্র সাক্ষাত্ করেছে। এ দলিলপত্রে পেইচিং অলিম্পিক গেমসের একেস্টিয়ান প্রতিযোগিতার প্রস্তুতি কাজে পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটি ও হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারসহ বিভিন্ন পক্ষের সম্পর্ক নিশ্চিত করা হয়েছে। এটা প্রতীক করা হয়েছে যে, পেইচিং অলিম্পিক গেমসের একেস্টিয়ান প্রতিযোগিতার প্রস্তুতি কাজ এক নতুন পযায়ে উঠা হয়েছে। চীনের অলিম্পিক কমিটির আবেদনের মাধ্যমে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও আন্তর্জাতিক একেস্টিয়ান ফেডারেশন ২০০৫ সালে পেইচিং অলিম্পিক গেমসের একেস্টিয়ান প্রতিযোগিতা চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে অনুষ্ঠিত হওয়ার অনুমোদন করেছে।

    ২ সেপ্টেম্বর আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান জ্যাক্সে রোগ এথেন্সে বলেছেন, "পেইচিং এক সার্থক অলিম্পিক গেমস অনুষ্ঠান করবে" তিনি গণ মাধ্যমের কাছে বলেছেন, পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতি কাজের প্রতি প্রশংসা করেছেন। তিনি বলেছেন, 'পেইচিংয়ের পরিবর্তন খুবই সক্রিয়, বহু স্টেডিয়াম ও অবকাঠামো নির্মাণ করা হচ্ছে, কিছুটা ব্যবহার করা হয়েছে। আমি আশা করি আমার চীনা বন্ধুরা সুষ্ঠুভাবে পরিকল্পনার পযায় থেকে বাস্তবায়নের পযায়ে উঠবে। আমরা এক সার্থক পেইচিং অলিম্পিক গেমস দেখবো।

    (২)পেইচিং সময় ৪ সেপ্টেম্বর ভোরে তৃতীয় বিশ্ব যুব নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ শেষ হয়েছে। ফাইনালে উত্তর কোরিয়া ৫:০ গোলে চীনকে পরাজিত করেছে। চীন রানার্স-আপ হয়েছে। সেমি ফাইনালে চীন টাই ব্রেকারে যুক্তরাষ্ট্রকে পরাজিত করে। এটা হল চীনের দ্বিতীয় বার বিশ্ব যুব নারী চ্যাম্পিয়নশীপে রানার্স-আপ। চীনা খেলোয়াড় মা সিয়াওস্যু সর্বশ্রষ্ঠ খেলোয়াড় এবং সর্বাঠিক গোল করেছেন।

    (৩)৩ সেপ্টেম্বর রাতে বিশ্ব পুরুষ বাস্কটবল চ্যাম্পিয়নশীপ জাপানের সাইতামায় শেষ হয়েছে। স্পেন ৭০:৪৭ সেটে ইউরোপের চ্যাম্পিয়ন গ্রীসকে পরাজিত করে বিশ্ব পুরুষ বাস্কটবলে প্রথম চ্যাম্পিয়নশীপের শিরোপা অর্জন করেছে। স্পেনের খেলোয়াড় পাউল গাসোলকে সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের মযাদা প্রদান করা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র আর্জেন্টিনাকে পরাজিত করে তৃতীয় হয়েছে। আগামী বিশ্ব পুরুষ বাস্কটবল চ্যাম্পিয়নশীপ ২০১০ সালে তুরস্কে অনুষ্ঠিত হবে।

    (৪)২ সেপ্টেম্বর পাঁচ দিনব্যাপী ২০০৬ সাল চীনের হংকং ব্যাডমিনটন ওপন শেষ হয়েছে, চীনা দল চারটি চ্যাম্পিয়ন অর্জন করে। পুরুষদের একক ফাইনালে চীনা খেলোয়াড় লিং তান বিশ্বের তালিকায় এক নম্বর মালয়েশিয়ার খেলোয়াড় লি ছং ওয়েইকে পরাজিত করেছেন। নারীদের একক ফাইনালে চীনা খেলোয়াড় চাং নিং আহত হওয়ার জন্যে প্রতিযোগিতা ত্যাগ করেছে, সেজন্যে সিয়ে সিংফাং চ্যাম্পিয়ন অর্জন করেছেন। নারীদের দ্বৈতে চীনা খেলোয়াড় ইয়াং ওয়েই এবং চাং চিয়ে চীনা খেলোয়াড় কাও লিন এবং হুয়াং সুইকে পরাজিত করে চ্যাম্পিয়ন অর্জন করেছেন।

    ৩০ আগষ্ট ২০০৭ সাল নারীদের বিশ্ব কাপ ফুটবল চীনের সাংগঠনিক কমিটি পেইচিংয়ে প্রতিষ্ঠিত হয়েছে, এটা প্রতীক করা হয়েছে যে, চীনে অনুষ্ঠিতব্য নারীদের বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতি কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। চীনের জাতীয় ক্রীড়া ব্যুরোর মহাপরিচালক ও ২০০৭ সাল নারীদের বিশ্ব কাপ ফুটবলের চীনের সাংগঠনিক কমিটির পরিচালক লিউ ফেং প্রতিষ্ঠিত সম্মেলনে বলেছেন, নারীদের বিশ্বকাপ সার্থক হওয়ার শর্ত হল, সাংগঠনিক কাজের ও চীনা দলের সাফল্য। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান জোসেফ ব্লাত্তার তারবার্তায় বলেছেন, চীন সরকারের সার্বিক সমর্থন হবে এবারের নারীদের বিশ্বকাপ সার্থকভাবে অনুষ্ঠানের নিশ্চিত। তিনি আশা করেন চীনের সাংগঠনিক কমিটি সুষ্ঠুভাবে বিশ্বকাপটি অনুষ্ঠান করবে। ২০০৭ সাল নারীদের বিশ্বকাপ ফুটবল আগামী বছরের ১০ থেকে ৩১ সেপ্টেম্বর পযন্ত চীনের থিয়ানচিন, সাংহাই, উহান, হাংচৌ ও ছেংতু পাঁচ শহরে অনুষ্ঠিত হবে, মোট ১৬টি দল অংশ নেবে। এটা চীনে দ্বিতীয়বার নারীদের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এর আগে, ১৯৯১ সালে চীনে প্রথম নারীদের বিশ্বকাপ অনুষ্ঠিত হয়।

    (৫)সপ্তাহব্যাপী বিশ্ব বীচ ভোল্লিবল প্রতিযোগিতার বোল্যান্ড ধাপের প্রতিযোগিতা ৩ সেপ্টেম্বর শেষ হয়েছে, চীনা খেলোয়াড় থিয়ান চিয়া এবং ওয়াং চিয়ে চ্যাম্পিয়ন অর্জন করেছেন, চাং সি এবং স্যুয়ে ছেন রানার্স-আপ অর্জন করেছেন। থিয়ান চিয়া এবং ওয়াং চিয়ে ব্রাজিলের খেলোয়াড়দেরকে পরাজিত করে ও চাং সি এবং স্যুয়ে ছেন রাশিয়ার খেলোয়াড়দেরকে পরাজিক করে ফাইনালে মুখমুখী হন।

    চীনের নারী ভোল্লিবল দল ৩ সেপ্টেম্বর পূর্ব চীনের নিংবো শহরে ৩:০ সেটে কিউবা দলকে পরাজিত করে ২০০৬ সাল বিশ্ব নারী ভোল্লিবল গ্রাঁ পির শিরোপা হয়েছে। এর আগে চীনা দল তিন ধাপের নয়টি প্রতিযোগিতার আটটি প্রতিযোগিতায় পরাজিত করেছে, সেজন্যে ইতালির রেজিও কালাব্রিয়ায় অনুষ্ঠানরত নারী ভোল্লিবল গ্রাঁপিতে অংশ নেয়ার অনুমোদন পেয়েছে। ব্রাজিল, রাশিয়া, ইতালি, কিউবা ও জাপানও গ্রাঁ পিতে অংশ নেবে।

    (৬)৫ সেপ্টেম্বর ভোরে ২০০৬ সাল ইউএস ওপনের নারী এককের চতুর্থ দফা প্রতিযোগিতায় চীনা খেলোয়াড় লি না রাশিয়ার খেলোয়াড় মারিয়অ শারাপোভার কাছে হেরেছেন, কোয়ার্টার ফাইনালে উঠতে পারবেন না। তিনি দুই সেটে ৪:৬ এবং ২:৬ গেমে মারিয়া শারাপোভার কাছে হেরেছে। কিন্তু তিনি চীনা খেলোয়াড় ইউএস ওপনের সর্বশ্রেষ্ঠ সাফল্য সৃষ্টি করেছেন।

(১)

    এ বছরে উইস্বলডন চ্যাম্পিয়শীপে তিনি কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন, চীনা খেলোয়াড় টেনিসের গ্র্যান্ড স্লামের ইতাহাসের সর্বশ্রেষ্ঠ সাফল্য সৃষ্টি করেন।

    (২)   (৩)

(৪)      (৬)