v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-09-11 14:07:46    
৪--১১ সেপ্টেম্বর, ২০০৬

cri
উ পাং কুও পেইচিংয়ে ফিরে এসেছেন

চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাং কুও ব্রাজিল,উরুগুয়ে ও চিলি সফর শেষে ১০ সেপ্টেম্বর পেইচিংয়ে ফিরে এসেছেন।

উপরোক্ত তিনটি দেশের আমন্ত্রণে উ পাং কুও আনুষ্ঠানিক সফর করেছেন। সফরকালে তিনি তিনটি দেশের প্রধান নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, আন্তর্জাতিক পরিস্থিতি এবং অন্যান্য অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে মত বিনিময় করেছেন। এর পাশা পাশি সংসদের আদানপ্রদান জোরদার করার কিছু সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন। তাছাড়া উ পাং কুও ব্রাজিলের সাও পোওলোর লাতিন আমেরিকার সংসদের সদর দপ্তর পরিদর্শন করেছেন।

চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির উপমহাসচিব ছাও ওয়ে চৌ বলেছেন, এবারের সফর হচ্ছে চলতি বছরে চীনের নেতাদের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অভিযান। এই সফরে বাস্তব সাফল্য অর্জিত হয়েছে।

দোহা রাউণ্ড আলোচনার জন্য চীন অবদান রাখতে চায়

চীনের উপ-প্রধানমন্ত্রী উ ই ৮ সেপ্টেম্বর সিয়ামেনে বলেছেন, চীন যত তাড়াতাড়ি সম্ভব দোহা রাউণ্ড আলোচনা পুনরায় শুরু করার জন্য অবদান রাখবে।

তিনি বলেছেন, চীন আশা করে, বহু পাক্ষিক বাণিজ্যিক ব্যবস্থা জোরদার ও উন্নত করাই হচ্ছে ন্যায্য ও যথাযথ বাণিজ্য এবং বিশ্বের বাণিজ্য অবাধকরণ ত্বরান্বিত করার মৌলিক ও প্রধান উপায়। চীন বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যদেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার করবে, যাতে যত তাড়াতাড়ি সম্ভব দোহা রাউণ্ড আলোচনা পুনরায় শুরু করার জন্য অবদান রাখা যায়।

তিনি আরো বলেছেন, চীন অধিকতরভাবে আন্তর্জাতিক বহু পাক্ষিক ও আঞ্চলিক অর্থনৈতিক সংস্থার সঙ্গে সহযোগিতা জোরদার এবং অব্যাহতভাবে বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ সুবিধাকরণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে, যাতে মিলিত প্রচেষ্টায় বিভিন্ন দেশগুলোর অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধ বাস্তবায়নে আন্তর্জাতিক পরিবেশ সৃষ্টি করা যায়।

লি চাওসিং চীন পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে গভীর ও সম্প্রসারণ করার অপেক্ষায় আছে

চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাওসিং ৬ সেপ্টেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত চীন পাকিস্তান সম্পর্ক সম্পর্কিত এক সেমিনারে বলেছেন , চীন পাকিস্তানের সঙ্গে মিলে দুদেশের সম্পর্ককে আরও গভীর ও সম্প্রসারণ করার অপেক্ষায় আছে ।

সেমিনারটির উদ্বোধনীঅনুষ্ঠানে তিনি বলেছেন , চীন ও পাকিস্তানের মধ্যে কুটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার ৫৫ বছরে আন্তর্জাতিক পরিস্থিতির যে কোন পরিবর্তনই হোক না কেন দুদেশ বরাবরই পরস্পরকে সমঝোতা, পরস্পরের প্রতি আস্থা ও পরস্পরকে সমর্থন করে আসছে । এখন দুদেশ সম্পদে-বিপদে অংশগ্রহণের সবসময়ের বন্ধু এবং পরস্পরের বিশ্বাসযোগ্য কৌশলগত অংশিদার । বিগত বছরগুলোতে রাজনীতি , সামরিক , বিজ্ঞান ও প্রযুক্তিএবং সংস্কৃতি ক্ষেত্রে দুদেশের আদানপ্রদান সম্প্রসারিত হচ্ছে। আর্থ-বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্র দ্রুত বাড়ছে । মুক্ত বাণিজ্য এলাকা সম্পর্কে বৈঠক সুষ্ঠুভাবে চলছে । দুদেশ আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যায় নিবিড়ভাবে সহযোগিতা করছে ।

চীন-রাশিয়া মৈত্রী যাত্রা সংবাদিক দল পেইচিংয়ে ফিরে এসেছে

চীন রাশিয়া মৈত্রীর স্মারক হিসেবে রাশিযা ভ্রমণকারী সংবাদিক দল সাফল্যের সঙ্গে সফর শেষ করে ৬ আগস্ট সকালে রাশিয়ার রাজধানী মস্কো থেকে পেইচিংয়ে ফিরে এসেছে।

এবারের কার্যক্রম সাফল্যের সঙ্গে শেষ হওয়ায় ৪ আগস্ট চীন ও রাশিয়া দু'পক্ষ মস্কোর রেড স্কয়ারে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে।

এবারের মৈত্রী সফর হলো চীন-রাশিয়া বর্ষ কাঠামোর ধারাবাহিক অনুষ্ঠানের অন্যতম। চীন আন্তর্জাতিক বেতার, পিপলস ডেইলি পত্রিকা, শিনহুয়া বার্তা সংস্থা ও সিসিটিভি ইত্যাদি চীনা সংবাদ মাধ্যম এবং ইতার-তাস বার্তা সংস্থা, গোলোস রোসিসহ রাশিয়ার সংবাদ মাধ্যমের ৪০ জনেরও বেশি সংবাদদাতা এই দল গঠন করেছেন। তারা ১৩টি জিপ নিয়ে ২৫ জুলাই পেইচিংয়ের থিয়েন আন মেন স্কোয়ার থেকে রওনা হয়ে ১৯টি রুশ শহর সফর করে ২৬ আগস্ট মস্কোয় পৌঁছান। তারা রুশ সরকার ও জনগণের আন্তরিক অভিনন্দন পেয়েছেন। এবারের মৈত্রী সফর দু'দেশের জনগণের মধ্যে সমঝোতা ও মৈত্রীকে আরো জোরদার করেছে।

তৃতীয় হিউয়ান শাং আন্তর্জাতিক সেমিনার চীনে অনুষ্ঠিত হবে

তৃতীয় হিউয়ান শাং আন্তর্জাতিক সেমিনার আগামী ২০ থেকে ২২ সেপ্টেম্বর দক্ষিণ-পশ্চিম চীনের সি ছুয়ান প্রদেশের রাজধানী ছেং তুতে অনুষ্ঠিত হবে ।

এবারের সেমিনারের মূল প্রতিপাদ্য " হিউয়ান শাং ও বর্তমান সমাজ" । সেমিনারে বৌদ্ধধর্ম , পর্যটন ও চীন-ভারত সাংস্কৃতিক আদান-প্রদানের ক্ষেত্রে বিশিষ্ট বৌদ্ধপন্ডিত হিউয়ান শাংয়ের অবদান ও তার ভাবমানসের মূল্য নিয়ে আলোচনা করা হবে । ভারত , নেপাল , শ্রীলংকা , যুক্তরাষ্ট্র প্রভৃতি ১০টি দেশের ধর্মীয় ব্যক্তি , বিশেষজ্ঞ ও পন্ডিতরা এই সেমিনারে অংশ নেবেন ।

চতুর্থ ভারতীয় শিল্পমেলা পেইচিংয়ে শুরু হয়েছে

চার দিনব্যাপী চতুর্থ ভারতীয় তৈরী শিল্পমেলা ও ভারতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা --২০০৬ ৮ সেপ্টেম্বর থেকে পেইচিংয়ে শুরু হয়েছে ।

চীন ও ভারতের বাণিজ্য সহযোগিতার জন্যে এক অভিন্ন মঞ্চ সৃষ্টি করে বাণিজ্যে অর্থবিনিয়োগের পরিমাণ বৃদ্ধি ত্বরান্বিত করা এবারের মেলার উদ্দেশ্য। মেলাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি , প্রকল্প, কৃষিজাত দ্রব্য এবং খাদ্যের প্রক্রিয়াকরণপ্রভৃতি ক্ষেত্র অন্তর্ভূক্তরয়েছে ।

ভারত ও ইরানের শক্তি সম্পদ সহযোগিতা জোরদার হবে

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ৬ সেপ্টেম্বর ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন । দু'পক্ষ জোর দিয়ে বলেছে যে , দু'দেশের উচিত শক্তি সম্পদ ও অবকাঠামো নির্মাণে সহযোগিতা করা ।

ইস্তাহারে আরো বলা হয়েছে , দু'নেতা বলেছেন যে , ভারত ও ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা দু'দেশের জন্য এক গুরুত্বপূর্ণ কৌশলগত অর্থ আছে । তা আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির জন্যও সহায়ক হবে । দু'পক্ষ বর্তমানে দু'দেশের সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছে ।

উল্লেখ্য , সম্প্রতি ইরান , পাকিস্তান ও ভারতের প্রাকৃতিক গ্যাস লাইন প্রকল্পের নির্মাণ কাজ ধীরে চলছে । ভারত ও পাকিস্তান ইরানের সঙ্গে প্রাকৃতিক গ্যাসের দাম নিয়ে একমত হয় নি । ইরান আশা করে তেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রাকৃতিক গ্যাসের দামও বাড়বে । তবে ভারত ও পাকিস্তান এতে সায় দেয় নি ।

পাকিস্তান সরকার ও সম্প্রদায়ের শান্তিপূর্ণ চুক্তি

পাকিস্তান সরকার ও আফগানিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের সশস্ত্র গোষ্ঠী এক মাসেরও বেশি সময় ধরে আলাপ-পরামর্শের পর ৫ সেপ্টেম্বর শান্তি চুক্তি স্বাক্ষর করেছে, যাতে এ অঞ্চলের বহু বছরের বিশৃঙ্খল পরিস্থিতির অবসান করা যায়।

এ শান্তি চুক্তির অন্যতম ধারা হচ্ছে, উত্তর ওয়াজিরিস্তানে সশস্ত্র গোষ্ঠির নিরাপত্তা বাহিনী, সরকারী কর্মকর্তা ও সব সরকারী আর্থিক প্রতিষ্ঠানের ওপর আঘাত বন্ধ করা। চুক্তি অনুযায়ী সশস্ত্র গোষ্ঠী পাক-আফগান সীমান্ত অতিক্রম করতে পারবে না। উত্তর ওয়াজিরিস্তানে অবস্থানরত বিদেশীদের এই এলাকা ত্যাগ করা, পাকিস্তানের আইন মেনে চলা এবং সশস্ত্র তত্পরতা না চালানো ।

চুক্তিতে পাকিস্তান সরকারের কাছে সশস্ত্র গোষ্ঠীর ওপর সামরিক অভিযান বন্ধ করা এবং স্থানীয় সম্প্রদায়ের স্বায়ত্তশাসনের অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। সঙ্গে সঙ্গে চুক্তি অনুযায়ী পাকিস্তান সরকারকে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের মুক্তি দিতে হবে। এবং তাঁদেরকে আবার গ্রেফতার করা যাবে না।

পাকিস্তান সন্ত্রাস দমন করবে

৬ সেপ্টেম্বর আগফগানিস্তান সফররত পাকিস্তানের প্রেসিডেন্ট মুশারফ বলেছেন , পাকিস্তান দেশের তালিবান ও আল-কায়েদা সংস্থাসহ সন্ত্রাসী শক্তিকে দমন করবে , যাতে দু'দেশের সীমান্ত অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা যায় ।

সেদিন বিকালে মুশারফ ও আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে দু'ঘন্টার এক রুদ্ধদার বৈঠক করেছেন । বৈঠক শেষে একটি যৌথ সংবাদ সম্মেলনে মুসারফ বলেছেন , সন্ত্রাস দমন ইত্যাদি সমস্যায় পাকিস্তান ও আফগানিস্তানের উচিত পরস্পরের ওপর আস্থা রাখা এবং সমঝোতা করা , তাহলে দু'দেশ যৌথভাবে উন্নয়নএ সফল হতে পারবে ।

কারজাই বলেছেন , পাকিস্তান সন্ত্রাস দমনের যে প্রতিশ্রুতি দিয়েছে , তা আফগানিস্তানের জন্য সুখবর । দু'পক্ষের উচিত পারস্পরিক আস্থা স্থাপন করা । শুধু এভাবেই দু'দেশ ভ্রাতৃসুলভ দেশএ পরিনত হতে পারবে ।

ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার ব্যাপারে পিছন দিকে ফিরে যাবে না

ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হামিদ রেজা আশেফি ১০ সেপ্টেম্বর বলেছেন , ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার সমস্যা এখন অতীত । এ ব্যাপারে ইরান পিছন দিকে ফিরে যাবে না ।

এই দিন এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে আশেফি জোর দিয়ে বলেছেন , ইরানের পরমাণু পরিকল্পনা সম্পর্কে কিছু দেশের অভিমতকে ইরান স্বাগত জানাবে । কিন্তু ইরান কোনো পূর্ব শর্তের বৈঠকে অংশ গ্রহণ করবে না ।

আশেফি বলেছেন , ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের প্রধান প্রতিনিধি আলি লারিজানি ই ইউর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ পদস্থ প্রতিনিধি জাভিয়ের সোলানার সঙ্গে " অত্যন্ত ভাল" বৈঠক করেছেন । সোলানা পরিপূর্ণভাবে পরের বৈঠকের সুযোগ ব্যবহার করবে বলে তিনি আশা করেন ।

আফ্রিকা দেশগুলোর নেতারাঃ দারফুর সমস্যায় আন্তর্জাতিকরণ অস্বীকার করে

আফ্রিকার দেশগুলোর নেতারা ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় লিবিয়ার সমুদ্র শহর সয়ির্টে প্রস্তাব গ্রহণ করেছেন যে, আন্তর্জাতিক সেনাবাহিনী দারফুর এলাকায় মোতায়েনের বিষয়টি প্রত্যাখান করায় সুদান সরকারকে সমর্থন করে। দারফুর সমস্যা আন্তর্জাতিকীকরণের প্রচেচ্ছন প্রত্যাখানের ঘোষনা দেয়া হয়।

আফ্রিকার রাষ্ট্রীয় প্রধান, সরকার প্রধান অথবা তাদের প্রতিনিধি এদিন সয়ির্টে একত্র হয়ে আফ্রিকান ইউনিয়নের " সয়ির্টে প্রস্তাব" প্রকাশিত ৭ম বার্ষিকী ন উদযাপন করেছেন । এই উদযাপনী অনুষ্ঠান শেষে আফ্রিকা মূলভূভাগের পরিস্থিতি নিয়ে প্রস্তাব প্রকাশ করেছেন।

এই প্রস্তাবে সুদান সরকার ও সুদান জনগণের মুক্তি অভিযানের প্রচেষ্টায় তাগিত দিয়েছেন। ২০০৫ সালের জানুয়ারী মাসে নাইরোবিতে স্বাক্ষরিত সুদান সার্বিক শান্তিপূর্ণ চুক্তি কার্যকরভাবে পালন করবে। তারা বলেছেন যে, দারফুর সমস্যা শান্তিপূর্ণ, স্থায়ী সমাধানের জন্যে আফ্রিকান ইউনিয়ন আরো অব্যাহতভাবে প্রচেষ্টা চালাবে ।

আটল্যানন্টিস নভেখেয়ানযানের সফল নিক্ষেপ

যুক্তরাষ্ট্রের ' আটল্যান্টিস' নভোখেয়াযান ৯ সেপ্টেম্বরছ'জন ক্রু নিয়ে স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে সাফল্যজনকভাবে উতক্ষেপন করা হয়েছে। এতে প্রতিয়মান হয়েছে যে, ২০০৩ সালে কলাম্বিয়া নভোখেয়াযান ভূপাতিত হওয়ার পর আন্তর্জাতিক মহাশুন্য স্টেশনের নির্মান কাজ অবশেষে আবার শুরু হবে। এবার ' আটল্যান্টিস' মোট ১১ দিন মহাশূন্য পরিভ্রমণ করবে।

মহাশুণ্যের নিয়মিত নির্মান কাজ পুনরুদ্ধার এবার ' আটল্যান্টিস' নভোখেয়াযান পরিভ্রমণের একটি গুরুত্বপূর্ণ কতর্ব্য। নভোখেয়াযান পরিভ্রমণকালে নভচারীরা তিন বার মহাশুণ্যে চলাচল করবেন। গত ২৭ আগস্ট ' আটল্যান্টিস' নভোখেয়াযান উতক্ষেপনের কথা ছিল। কিন্তু ঝঁটিকা বজ্র, গ্রীষ্মকালীণ ঝড় প্রযুক্তির ক্রুটির কারনে উতক্ষেপনের তারিখ পিছিয়ে দেয়া হয়।