চীন সরকার দৃঢ়তার সঙ্গে মেধাস্বত্বলংঘণ করার তত্পরতা দমন করবে । বিভিন্ন দেশের সরকার ও শিল্পপ্রতিষ্ঠানচীনের মেধাস্বত্ব ব্যবস্থার নির্মাণ ও উন্নয়ন সম্পর্কে প্রস্তাব করবে এবং এ ব্যাপারে যোগাযোগ , আদানপ্রদান ও সহযোগিতা জোরদার করবে বলে চীন আশা করে ।
চীনের উপবাণিজ্যমন্ত্রী মাদাম মা সিওহোং ৯ সেপ্টেম্বর দক্ষিণ চীনের সিয়ামেন শহরে অনুষ্ঠিত এক সেমিনারে এই কথা বলেছেন ।
তিনি বলেছেন , সাম্প্রতিক বছরগুলোতে চীন সরকার ধারাবাহিক কার্যকর ব্যবস্থা নিয়ে কঠোরভাবে মেধাস্বত্ব লংঘণ করার তত্পরতা আঘাত হানার কাজ জোরদার করেছে ।
জানা গেছে , চীন মেধাস্বত্ব বিষয়ক ৪ লাখ বিশেষ কর্মীকে প্রশিক্ষণদিয়েছে এবং অন্য দেশের বিশেষ করে ইউরোপীয় ও আমেরিকান দেশের অভিজ্ঞতায় অভিজ্ঞ করেছে । যাতে জনসাধারণ সুবিধাভাবে অভিযোগ করতে পারে এবং মেধাস্বত্বের সমন্বয় জোরদার করতে পারে সে জন্যে চীনের বাণিজ্য মন্ত্রণালয় সারা দেশে ৫০টি অভিযোগ পরিসেবা কেন্দ্র প্রতিষ্ঠা করেছে । অভিযোগ পরিসেবা কেন্দ্রের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগ কিছু মামলার প্রমাণ পেয়েছে এবং তা সমাধান করেছে ।
|