আফ্রিকার দেশগুলোর নেতারা ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় লিবিয়ার সমুদ্র শহর সয়ির্টে প্রস্তাব গ্রহণ করেছেন যে, আন্তর্জাতিক সেনাবাহিনী দারফুর এলাকায় মোতায়েনের বিষয়টি প্রত্যাখান করায় সুদান সরকারকে সমর্থন করে। দারফুর সমস্যা আন্তর্জাতিকীকরণের প্রচেচ্ছন প্রত্যাখানের ঘোষনা দেয়া হয়।
আফ্রিকার রাষ্ট্রীয় প্রধান, সরকার প্রধান অথবা তাদের প্রতিনিধি এদিন সয়ির্টে একত্র হয়ে আফ্রিকান ইউনিয়নের " সয়ির্টে প্রস্তাব" প্রকাশিত ৭ম বার্ষিকী ন উদযাপন করেছেন । এই উদযাপনী অনুষ্ঠান শেষে আফ্রিকা মূলভূভাগের পরিস্থিতি নিয়ে প্রস্তাব প্রকাশ করেছেন।
এই প্রস্তাবে সুদান সরকার ও সুদান জনগণের মুক্তি অভিযানের প্রচেষ্টায় তাগিত দিয়েছেন। ২০০৫ সালের জানুয়ারী মাসে নাইরোবিতে স্বাক্ষরিত সুদান সার্বিক শান্তিপূর্ণ চুক্তি কার্যকরভাবে পালন করবে। তারা বলেছেন যে, দারফুর সমস্যা শান্তিপূর্ণ, স্থায়ী সমাধানের জন্যে আফ্রিকান ইউনিয়ন আরো অব্যাহতভাবে প্রচেষ্টা চালাবে ।
|