১০ সেপ্টেম্বর দক্ষিণপশ্চিম পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় একটি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৪জন আহত হয়েছে ।
স্থানীয় টেলিভিশনের খবরে জানা গেছে, কোয়েটার প্রাণকেন্দ্রে একটি রেস্টুরেন্টের বাইরের সাইকেলে বোমাপেতে রাখা হয় । বিস্ফোরণের সময়ে অনেক অধিবাসী এ রেস্টুরেন্টে খাবার কিনছিলেন । বিস্ফোরণে ১৪জন আহত হয়েছে । এদের মধ্যে একজন নারী গুরুতরভাবে আহত হয়েছেন । তাছাড়া, রেস্টুরেন্টের কাছাকাছি ভবন ও গাড়ীও বিধ্বস্ত হয়েছে । বর্তমানে আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে ।
পুলিশ ও বোমা বিশেষজ্ঞরা বিস্ফোরণের পর পরই তদন্ত শুরু করেছেন । এখনো কোনো সংস্থা বা ব্যক্তি এ ঘটনার দয়ে দায়িত্ব স্বীকার নি ।
২৬ আগস্ট বালুচিস্তান প্রদেশের এক সরকার বিরোধী নেতা পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সামরিক অভিযানে নিহত হবার পর , এ প্রদেশের নিরাপত্তা পরিস্থিতি খুবই নাজক হয়ে পড়েছে । ৮ সেপ্টেম্বর কোয়েটার পূর্বে ৩০০ কিলোমিটার দূরে লেকনি জেলার একটি বাস স্টেশনের কাছাকাছি সংঘটিত একটি বিস্ফোরণে কমপক্ষে ৪ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছে ।
|