|
|
(GMT+08:00)
2006-09-10 17:44:56
|
আটল্যানন্টিস নভেখেয়ানযানের সফল নিক্ষেপ
cri
যুক্তরাষ্ট্রের ' আটল্যান্টিস' নভোখেয়াযান ৯ সেপ্টেম্বরছ'জন ক্রু নিয়ে স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে সাফল্যজনকভাবে উতক্ষেপন করা হয়েছে। এতে প্রতিয়মান হয়েছে যে, ২০০৩ সালে কলাম্বিয়া নভোখেয়াযান ভূপাতিত হওয়ার পর আন্তর্জাতিক মহাশুন্য স্টেশনের নির্মান কাজ অবশেষে আবার শুরু হবে। এবার ' আটল্যান্টিস' মোট ১১ দিন মহাশূন্য পরিভ্রমণ করবে।
মহাশুণ্যের নিয়মিত নির্মান কাজ পুনরুদ্ধার এবার ' আটল্যান্টিস' নভোখেয়াযান পরিভ্রমণের একটি গুরুত্বপূর্ণ কতর্ব্য। নভোখেয়াযান পরিভ্রমণকালে নভচারীরা তিন বার মহাশুণ্যে চলাচল করবেন। গত ২৭ আগস্ট ' আটল্যান্টিস' নভোখেয়াযান উতক্ষেপনের কথা ছিল। কিন্তু ঝঁটিকা বজ্র, গ্রীষ্মকালীণ ঝড় প্রযুক্তির ক্রুটির কারনে উতক্ষেপনের তারিখ পিছিয়ে দেয়া হয়।
|
|
|