চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাং কুও ব্রাজিল,উরুগুয়ে ও চিলি সফর শেষে ১০ সেপ্টেম্বর পেইচিংয়ে ফিরে এসেছেন।
উপরোক্ত তিনটি দেশের আমন্ত্রণে উ পাং কুও আনুষ্ঠানিক সফর করেছেন। সফরকালে তিনি তিনটি দেশের প্রধান নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, আন্তর্জাতিক পরিস্থিতি এবং অন্যান্য অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে মত বিনিময় করেছেন। এর পাশা পাশি সংসদের আদানপ্রদান জোরদার করার কিছু সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন। তাছাড়া উ পাং কুও ব্রাজিলের সাও পোওলোর লাতিন আমেরিকার সংসদের সদর দপ্তর পরিদর্শন করেছেন।
চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির উপমহাসচিব ছাও ওয়ে চৌ বলেছেন, এবারের সফর হচ্ছে চলতি বছরে চীনের নেতাদের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অভিযান। এই সফরে বাস্তব সাফল্য অর্জিত হয়েছে।
|