চার দিনব্যাপী চতুর্থ ভারতীয় তৈরী শিল্পমেলা ও ভারতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা --২০০৬ ৮ সেপ্টেম্বর থেকে পেইচিংয়ে শুরু হয়েছে ।
চীন ও ভারতের বাণিজ্য সহযোগিতার জন্যে এক অভিন্ন মঞ্চ সৃষ্টি করে বাণিজ্যে অর্থবিনিয়োগের পরিমাণ বৃদ্ধি ত্বরান্বিত করা এবারের মেলার উদ্দেশ্য । মেলাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি , প্রকল্প, কৃষিজাত দ্রব্য এবং খাদ্যের প্রক্রিয়াকরণপ্রভৃতি ক্ষেত্র অন্তর্ভূক্তরয়েছে ।
|