৭ সেপ্টেম্ব দক্ষিণ-পশ্চিম চীনের ইয়ুননান প্রদেশের ইয়োং শেং জেলার থাও ইউয়ান গ্রামেবিশ্বের একর প্রতি ধানের উত্পাদনের সর্বশেষ রেকর্ড সৃষ্টি হয়েছে।
একই দিন চীনের বিখ্যাত ধান বিশেষজ্ঞ গবেষকগণ থাও ইউয়ান গ্রামের এক ধরনের ধানের ওপর পরীক্ষা করেছেন। ফলাফল থেকে জানা গেছে, নতুন ধরন ধানের একর প্রতি উত্পাদন ৭ হাজার ৭২২ কিলোগ্রামে পৌঁছেছে। এটা হচ্ছে নতুন বিশ্ব রেকর্ড।
|