৭ সেপ্টেম্বর তান্জানিয়ার রাজধানী দারুস সালামে বুরুন্দি সরকার দেশটির সরকার বিরোধী একটি সংস্থা "জাতীয় মুক্তি শক্তির" সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে ।
সেদিন তান্জানিয়ার প্রেসিডেন্ট জাকায়া কিকুয়েত , দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট এবেকি ও উগান্দার প্রেসিডেন্ট মুসেভিনীর তত্ত্বাবধানে বুরুন্দির প্রেসিডেন্ট ও জাতীয় মুক্তি শক্তির নেতা এই চুক্তি বিরতি চুক্তিতে স্বাক্ষর করেছেন ।
জাতীয় মুক্তি শক্তির ১৫০০ থেকে ৩০০০ সৈন্য আছে । এটা বুরুন্দির একমাত্র সরকার বিরোধী সশস্ত্র সংস্থা । গত জুন মাসে বুরুন্দি সরকার এই সংস্থার সঙ্গে একবার যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছিল ।
|