গত আগস্ট মাসে চীনে খরা, টাইফুন ও বন্যার মত নানা ধরণের প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে । এতে ১২ কোটি লোক কবলিত হয়েছে ,৬৬০ জন লোক প্রাণ হারিয়েছে এবং ৬০ বিলিয়নেরও বেশি ইউয়ানের প্রত্যক্ষ অর্থনৈতিক ক্ষতি হয়েছে ।
আগস্ট মাসে চীনের মূল ভূভাগ পর পর টাইফুন প্র্যাপিরোন ও প্রবলতম টাইফুন সাওমাইয়ের ছোবলে পড়ে । তার মধ্যে সাওমাই ছিল গত ৫০ বছরে চীনের ভূভাগে আঘাত হানা প্রচন্ডতম টাইফুন । চীনের চে চিয়াং ,ফু চিয়ান প্রভৃতি স্থানে গুরুতর বন্যা ও ভূমিধ্বস দেখা দিয়েছে ।
আগস্ট মাসে চীনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের কোনো কোনো জায়গায় , উত্তর-পশ্চিম অঞ্চলের পূর্বাংশে ও উত্তর-পূর্ব অঞ্চলের আংশিক এলাকায় একটানাভাবে উচ্চতাপ ও কম বৃষ্টির দরুণ কয়েকটি জায়গা খরাকবলিত হয়েছে। তার মধ্যে ছুং ছিং ও সি ছুয়ান প্রদেশের অবস্থা সবচেয়ে ভয়াবহ ছিল ।
|