যুক্তরাষ্ট্রসফররত ইরানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা খাতামি ৭ সেপ্টেম্বর ওয়াশিংটনে বলেছেন, পশ্চিম দেশগুলো পরমাণু সমস্যা নিয়ে ইরানের সঙ্গে আলোচনা করলে তাদের সঙ্গে ইরানের পরমাণু পরিকল্পনা বন্ধ করা সম্পর্কে আলোচনার সম্ভাবনা আছে।
খাতামি প্রেস ব্রিফিংয়ে আরেকবার যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছেন যে, ইরানের উপর বলপ্রয়োগ করা না হয়। তিনি জোর দিয়ে বলেছেন, সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে আলোচনা। তিনি বলেছেন, আলোচনার সময় ইরানের পরমাণু পরিকল্পনা বন্ধ করার সময় ও সময়সীমা নিয়ে আলোচনা করার সম্ভাবনা আছে।
মার্কিন বেসরকারী সংস্থার আমন্ত্রণে খাতামি ওয়াশিংটসহ বিভিন্ন জায়গা সফর করেছেন। তিনি হচ্ছেন ১৯৭৯ সালে মার্কিন ও ইরানের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ার পর যুক্তরাষ্ট্র সফরকারী সবচেয়ে উচ্চপদস্থ ইরানের প্রতিনিধি।
ইরান জাতিসংঘের নির্ধারিত সময়সীমার পর ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ পরমাণু কার্যক্রম চালু করেছে বলে মার্কিন সরকার ইরানের উপর শাস্তি আরোপের জন্যে জাতিসংঘকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া ছাড়াও, প্রয়োজনীয় সময় বলপ্রয়োগে ইরানের পরমাণু সমস্যা সমাধানের কথা বলছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিয়ম অনুসারে ৩১ আগষ্ট সর্বশেষ সময়সীমা।
|