যুক্তরাষ্ট্র, বৃটেন, ফ্রন্স, রাশিয়া, চীন এবং জার্মানীর প্রতিনিধি গণ ৭ সেপ্টেম্বর বার্লিনে ইরানের পরমাণু সমস্যা নিয়ে রূদ্ধ দ্বার বৈঠক করেছেন। তাঁরা ইরানকে পরমাণু সমস্যায় গঠনমূলক দৃষ্টিভঙ্গী পালনের আহ্বান জানিয়েছে। একইদিন আনান এবং স্পেন ও ফ্রান্সের নেতারা পৃথক পৃথকভাবে বলেছেন, সংলাপ ও আলোচনার মাধ্যমে ইরানের পরমাণু সমস্যার সমাধান করা উচিত।
সম্মেলনে অংশগ্রহণকারী চীনের প্রতিনিধি চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের অস্ত্র নিয়ন্ত্রণ বিভাগের প্রধান চায়াং ইয়েন বলেছেন, ইরানের উপর শাস্তি আরোপ করার বিষয়ে বিভিন্ন পক্ষের মতভেদ আছে। কিন্তু ই ইউ'র কূটনৈতিক ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি জাভিয়ার সোলানা ইরানের প্রধান পরমাণু আলোচনার শীর্ষ প্রতিনিধি আলি লারিজানির সঙ্গে ৯ সেপ্টেম্বর এক বৈঠক করেছেন। ছ'দেশের প্রতিনিধিরা তা সমর্থন করেন।
চায়াংইয়েন বলেছেন, বর্তমান পরিস্থিতিতে চীন আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রস্তাব দিয়েছে। চীন আশা করে, ইরান সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গী পালন করতে পারে।
একইদিন স্পেনের প্রধানমন্ত্রী জোস লুইস রড্রিগজ জাপাতেরো সফররত জাতিসংঘের মহাসচিব কফি আনানের সঙ্গে বৈঠকের পরে জোর দিয়ে বলেছেন, সংলাপ হচ্ছে ইরানের পরমাণু সমস্যা সমাধানের সর্বশ্রেষ্ঠ উপায়। তা ছাড়া, ফ্রান্সের প্রধানমন্ত্রী দোমিনিখ দে ভিল্লেপিন একইদিন জাতীয় সংসদের সম্মেলনে বলেছেন, ইরানের পরমাণু সমস্যা সমাধানের একমাত্র উপায় হচ্ছে কূটনৈতিক আলোচনা।
|