v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-09-08 16:28:35    
পাকিস্তানে চীনা ভাষা শিক্ষার অভিযান ক্রমশঃ জনপ্রিয় হয়ে উঠছে

cri
  ' ছোট নগরের কাহিনী' নামে গানটি বিশ শতকের আশির দশকে চীনে খুব জনপ্রিয় ছিল । বিশ্বের সঙ্গে চীনের যোগাযোগ অব্যাহতভাবে জোরদার হওয়ার পাশাপাশি পৃথিবীতে চীনা ভাষা শিক্ষার অভিযান ক্রমশঃ জনপ্রিয় হয়ে উঠছে । এখন চীনের নিকটবর্তী প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানেও এই জোয়ার দেখা দিয়েছে । সম্প্রতি চীনের সাংস্কৃতিক দিবস উপলক্ষে একটি আনন্দপূর্ণ ও চিত্তাকর্ষক অনুষ্ঠান পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছে । এখন শুনুন সি আর আই'র নিজস্ব সংবাদদাতার লিখে পাঠানো একটি প্রতিবেদন , পড়ছি আমি…

    চারজন পাকিস্তানী তরুণ ছোট নগরের কাহিনী নামে চীনের একটি জনপ্রিয় লোক সংগীত্ গেয়েছেন , এই গানের মাধ্যমে পাকিস্তানের রাষ্ট্রীয় আধুনিক ভাষা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে চীনের সাংস্কৃতিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শুরু হয়েছে । বর্তমানে এক শোরও বেশি ছাত্রছাত্রী এই বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা বিভাগে পড়ছেন । বিভাগে ৪ জন চীনা ও ৫জন পাকিস্তানী শিক্ষক অধ্যাপনা করছেন । তা ছাড়া এই বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা শেখার জন্য মাস্টার্স ডিগ্রির কোর্সও চালু করা হয়েছে । এবারের অনুষ্ঠান চীনা ভাষা বিভাগের ছাত্রছাত্রীরা যেমন চীনা গান গেয়েছেন , তেমনি তারা চীনের ঐতিহ্যিক লিপিকলার নৈপুণ্যও দেখিয়েছেন । তাদের মধ্যে কেউ কেউ চীনের নাটক ও স্থানীয় অপেরাও পরিবেশন করেছেন ।

    তা ছাড়া তারা চীনের নানা আনন্দদায়ক এবং লাঠি দিয়ে লজেন্স তুলে নেয়ার প্রতিযোগিতাও আয়োজন করে । এর মধ্যে একজন পাকিস্তানী শিক্ষক লাঠি দিয়ে যে এত তাড়াতাড়ি লজেন্স তুলে নিয়েছেন , তাতে চীনা সংবাদদাতা খুব অবাক হয়েছেন ।

    চীনা ভাষা বিভাগের একজন শিক্ষক বলেছেন , কয়েক বছর আগে চীনা ভাষা বিভাগে মাত্র দশ-বারোজন ছাত্র ও দু' তিন জন শিক্ষক ছিলেন । কিন্তু এখন অধিক থেকে অধিকতর লোক চীনা ভাষা শিখছেন । তাদের মধ্যে চীনা ভাষা ও চীনের সংস্কৃতির ক্ষেত্রে নিবিড় উত্সাহ ও কৌতূহল সৃষ্টি হয়েছে । চীনা ভাষা শেখার কারণ প্রসঙ্গে একজন পাকিস্তানী ছাত্রী সংবাদদাতাকে বলেন ,

    চীনা ভাষা শেখার আগে থেকেই চীনের গান ও চলচ্চিত্রের ব্যাপারে আমার আগ্রহ রয়েছে । অধিক থেকে অধিকতর চীনা নাগরিক পাকিস্তানে ব্যবসা ও চাকরি করার কারণে চীনের চা , পত্রিকা , ব্যঞ্জন , ফুল ও সংস্কৃতির নিয়ে আমার সখ বেড়েছে ।

    এবারের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাকিস্তানে চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর শান পাও সিয়ান বলেছেন , চীনা ভাষা শেখায় যেমন দু'দেশের সাংস্কৃতিক আদান প্রদান জোরদার হয়েছে , তেমনি তাতে দু'দেশের ঐতিহ্যিক বন্ধুত্ব আরো সুসংবদ্ধ হয়েছে । তিনি উর্দু ভাষায় চীনা ভাষা বিভাগের ছাত্রছাত্রীদের অভিনয়ের প্রশংসা করেছেন ।

    তারা নিরলস প্রচেষ্টার মাধ্যমে ভাল ফলাফল লাভ করেছেন । ভাষা শেখার ক্ষেত্রে তারা আরো বিরাট অগ্রগতি অর্জন করবেন বলে তিনি আশা করেন ।

    পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা বিভাগ ছাড়া চীনের সাহায্যে বর্তমানে ইসলামাবাদে পাকিস্তানের কনফিউশিয়াস ইনস্টিটিউট স্থাপন করা হচ্ছে । তা ছাড়া করাচী , লাহোর , পেশোয়ারসহ বহু বড় শহরের বিদ্যালয়েও চীনা ভাষা বিভাগ বা চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স স্থাপন করা হচ্ছে । পাকিস্তানে চীনা ভাষা শেখার অভিযান জনপ্রিয় হয়ে উঠছে । চীনা ভাষা অধ্যয়নরত একজন পাকিস্তানী ছাত্র চীনা ভাষায় দু'দেশের বন্ধুত্বের প্রতি তার মঙ্গলকামনা করেছেন ।

    লোকেরা বলেন , চীন-পাকিস্তান বন্ধুত্ব কারাকোরাম পাহাড়ের চেয়ে আরো উঁচু এবং আরব সাগরের চেয়ে আরো গভীর । এটা আমাদের মনের কথা , সত্যি কথা । দুদেশের জনগণের ঐতিহ্যিক বন্ধুত্ব চিরকাল অটুক থাকবে বলে আমি আশা করি ।