চীনের আন্তর্জাতিক পুঁজিবিনিয়োগ বিষয়ক দশম বাণিজ্যিক আলোচনা সভা ৮ সেপ্টেম্ব চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর সিয়ামেন শহরে শুরু হয়েছে।
এবার পাঁচ দিনব্যাপী আলোচনা সভা আয়োজনের সময় ২০০৬ সালের আন্তর্জাতিক পুঁজিবিনিয়োগ সম্মেলন, তাইওয়ান প্রণালীর দু'পারের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক সম্মেলনসহ ৭০টিরও বেশী ধারাবাহিক গবেষণা কার্যক্রম আলোচনা করা হবে। চীনের মুলভূভাগের ৩১টি প্রদেশ ও অঞ্চল এবং হংকং, ম্যাকাও বিশেষ প্রসাশনিক অঞ্চলের প্রতিনিধি দল সভায় অংশ নেবে। যুক্তরাষ্ট্র, ক্যানাডা, ফ্রান্স, ফিলিপাইন, সুইডেন, থাইল্যান্ড ও জার্মানীসহ ১৫টি দেশ পুঁজিবিনিয়োগের পরিবেশ সম্পর্কিত এক সম্মেলন আয়োজন করবে।
পরিসংখ্যান থেকে জানা গেছে, মোট ৮০টি দেশ ও অঞ্চলের তিন'শ ৮০টি বিদেশী সংস্থা সভায় অংশ নেবে। সভায় অংশগ্রহণকারী বিদেশী ব্যবসায়ীদের সংখ্যা নয় হাজার।
|