চীনের জাতীয় পর্যটন ব্যুরোর পরিচালক শাও ছিওয়েই সম্প্রতি বলেছেন, কৃষকদেরকে ধনী করে তোলা এবং কৃষকদের ইচ্ছার প্রতি সম্মান দেখানো হচ্ছে গ্রাম পর্যটন উন্নয়নের ভিত্তি।
দশাধিক বছর উন্নয়নের পর চীনের গ্রাম পর্যটনে সুষ্ঠু উন্নয়নের পরিস্থিতি দেখা দিয়েছে।
**চীন বিশ্বের গ্রাম পর্যটনে একটি স্থান অর্জনের প্রচেষ্টা চালাচ্ছে
চীনের জাতীয় পর্যটন ব্যুরোর পরিচালক শাও ছিওয়েই সম্প্রতি অনুষ্ঠিত সারা দেশের গ্রাম পর্যটন সম্মেলনে বলেছেন, বিশ্বের গ্রাম পর্যটনের একশ উন্নয়নের ইতিহাস। বর্তমানে গ্রাম পর্যটন বিভিন্ন দেশে বিশেষ গুরুত্ব পাচ্ছে। গ্রাম পর্যটন দেশের বিশাল গ্রামাঞ্চলে বিস্তৃত হয়েছে এবং উন্নয়নের অন্যতম মাধ্যম হিসেবে দেখা দিয়েছে। চীনের বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন গ্রাম পর্যটন বিশ্বে অনান্য স্থান অর্জনের সক্ষম।
**২০১০ সাল পর্যন্ত গ্রাম পর্যটন ক্ষেত্রে প্রতি বছরে ৩ লাখ ৫০ হাজার লোক কর্মসংস্থানের সুযোগ পাবেন
গ্রাম পর্যটন উন্নয়নের মাধ্যমে চীন ২০১০ সালের মধ্যে নিম্মোক্ত লক্ষ্য বাস্তবায়ন করার প্রচেষ্টা চালাচ্ছে। এগুলো হচ্ছে: প্রতি বছর গ্রাম পর্যটন ক্ষেত্রে সাড়ে তিন লাখ লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরী। প্রতি বছরে পর্যটন থেকে উপার্জন পাওয়া কৃষকদের মাথাপিছু নিট আয় ৫ শতাংশ বৃদ্ধি পাবে, সারা দেশে একশটি গ্রাম পর্যটন বিষয়ক বিশেষ জেলা, এক হাজারটি বিশেষ থানা, দশ হাজারটি বিশেষ গ্রাম প্রতিষ্ঠা করা, যাতে সমাজতান্ত্রিক নতুন গ্রাম নির্মাণের কাজে অবদান রাখা যায়।
|