v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-09-08 10:59:33    
দক্ষিণ আমেরিকান কমন মার্কেট

cri
    ১৯৯১ সালের ২৬ মার্চ, আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে ও পারাগুয়ে চারটি দেশের প্রেসেডেন্ট প্যারাগুয়ের রাজধানী আসুনসিনে "আসুনসিন চুক্তি" স্বাক্ষর করেছে। এই চুক্তি ১৯৯১ সালের ২৯ নভেম্বর তা ঘোষণা করা হয়। ১৯৯৫ সালের পয়লা জানুয়ারি দক্ষিণ আমেরিকান কমন মার্কেট আনুষ্ঠানিকভাবে চালু হয়। তা হলো বিশ্বের প্রথম উন্নয়নশীল দেশ নিয়ে গঠিত অভিন্ন বাজার, এবং লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনৈতিক সংগঠন। এই সংগঠনের ৫টি যোগাযোগ দেশ আছে, চিলি, বলিভিয়া, পেরু , ইকুয়াডর এবং কলম্বিয়া। ২০০৬ সালের জুলাই মাস পর্যন্ত এই সংগঠন ভেনিজুয়েলা-সহ ৫টি সদস্য দেশ ও ৫টি যোগাযোগ দেশ নিয়ে গঠিত আঞ্চলিক অর্থনৈতিক সংগঠন।

    ২০০২ সালে দক্ষিণ আমেরিকান কমন মার্কেটের লোকসংখ্যা প্রায় ২০ কোটি। তার জিডিপি প্রায় এক ট্রিলিয়ন, তা লাতিন আমেরিকান অঞ্চলের মোট জিডিপি'র অর্ধেক। এই সংগঠনের লক্ষ্য হলো শক্তিসম্পদ কার্যকর ব্যবহার করা, পরিবেশ সুরক্ষা করা, অর্থনীতি নিয়ন্ত্রণ করা, অর্থনৈতিক পূরণ জোরদার করা, সদস্য দেশের বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন করা এবং অর্থনৈতিক আধুনিকায়ন বাস্তবায়ন করা।

    এই সংগঠনের শীর্ষ সম্মেলন পালাক্রমিকভাবে প্রতিটি দেশ ছ'মাস অন্তর একবার করে আয়োজন করে থাকে। ২০০৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত এ সম্মেলন ২৯ বার আয়োজন করা হয়েছে। সম্মেলনে প্রধানত শুল্ক তুলে নেয়া, বাণিজ্য বাধা তুলে নেয়া, বাজারের প্রবেশ মানদন্ড, অভিন্ন শুল্ক এবং আমেরিকান অবাধ বাণিজ্য অঞ্চল ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। দক্ষিণ আমেরিকান কমন মার্কেট বর্তমানের পালাক্রমিক দেশ হলো আর্জেন্টিনা। এবারের শীর্ষ সম্মেলনে ব্রাজিল পরের পালাক্রমিক দেশ নির্ধারিত হয়েছে। ২৯তম শীর্ষ সম্মেল গত বছরের ৯ ডিসেম্বর উরুগুয়ের রাজধানী মনটেভিডিওয়ে আয়োজিত হয়েছে। চলতি বছরের সম্মেলনে আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে ও পারাগুয়ে ৪টি সদস্য দেশ ভেনিজুয়েলাকে নতুন সদস্য হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। তা দক্ষিণ আমেরিকান কমন মার্কেটএকইকরণের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়।

    ২০০৩ সালের ১৬ ডিসেম্বর উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওয়ে আয়োজিত ২৫তম শীর্ষ সম্মেলনে দক্ষিণ আমেরিকান কমন মার্কেট ও আন্ডিন কমিউনিটির সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। দু'পক্ষ ১০ বছরের মধ্যে অধিকাংশ পণ্যদ্রব্যের শুল্ক মুক্তকরণ বাস্তবায়ন করবে। তা দক্ষিণ আমেরিকান কমন মার্কেট গঠনের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দক্ষিণ আমেরিকান কমন মার্কেটও অ্যান্ডিন কমিউনিটির মোট লোকসংখ্যা প্রায় ৩০ কোটি, বার্ষিক জি.ডি.পি প্রায় ১ ট্রিলিয়ন।