এপেকের দুদিনব্যাপী ত্রয়োদশ অর্থমন্ত্রী সম্মেলন ৭ সেপ্টেম্বর ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে উদ্বোধন হয়েছে । সম্মেলনে প্রধানত অর্থের সংস্কার এবং আর্থিক আয় সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে ।
এবারের সম্মেলনের দুটি আলোচ্যবিষয় হল , অর্থের কার্যকরীতা ও ধারাবাহিকতা উন্নত করে উচ্চ ও স্তিতিশীল আর্থিক আয় নিশ্চিত করা এবং অর্থের সংস্কার সম্পাদন করে বৈদেশিক অর্থ সংগ্রহ করা ।
চীনের অর্থমন্ত্রী চিন রেনছিং , এপেকের ২০জন অর্থমন্ত্রী অথবা তাদের প্রতিনিধি এবং আন্তর্জাতিক মুদ্রা ও তহবিল সংস্থা , বিশ্ব ব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংক সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা সম্মেলনে অংশ নিচ্ছেন ।
|