চিলির সিনেটের স্পীকার এডুয়ার্ডো ফ্রেই রুইজ টাগল ও প্রতিনিধি পরিষদের স্পীকার অ্যান্টোনিওও লিয়াল ল্যাব্রিন গত বুধবার ভালপারাইসোতে পৃথক পৃথকভাবে সফররত চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাং কোওয়ের সংগে বৈঠকে মিলিত হয়েছেন ।
বৈঠকে উ পাং কোও বলেছেন ,চীনের জাতীয় গণ কংগ্রেস চিলির জাতীয় সংসদের সংগে তার সম্পর্কের ওপর গুরুত্ব দেয় এবং উভয় পক্ষের বিভিন্ন স্তরের সৌহার্দ্যপূর্ণ আদান-প্রদান সম্প্রসারণ করতে , বিভিন্ন ক্ষেত্রের কাজকর্মের বিনিময় জোরদার করতে , পারসপরিক রাজনৈতিক আস্থা আরো বাড়াতে , অর্থনীতি ও বাণিজ্য এবং মানব সংক্রান্ত ক্ষেত্রের সহযোগিতা ত্বরান্বিত করতে এবং চীন ও চিলির সম্পর্কের বিকাশের জন্যে নতুন প্রাণশক্তি যোগাতে ইচ্ছুক ।
ফ্রেই ও লিয়াল বলেছেন , চিলির সংসদ চীনের জাতীয় গণ কংগ্রেসের সংগে তার সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দেয় । চীনের সংগে সম্পর্ক উন্নয়ন হচ্ছে চিলির ক্ষমতাসীন ও বিরোধী দলের অভিন্ন উপলব্ধি । চিলির সংসদ দু দেশের আদান-প্রদান ও সহযোগিতা সম্প্রসারণ করে সম্মিলিতভাবে দু দেশের সার্বিক , সহযোগিতামূলক ও অংশীদারী সম্পর্ককে এক নতুন পর্যায়ে উন্নীত করতে চায় ।
বুধবার সকালে উ পাং কোও রাজধানী সান্টিয়াগোতে অনুষ্ঠিত চীন-চিলি অর্থনৈতিক ও বাণিজ্যিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
|