ভারতের একটি টিভি কেন্দ্রের৭ সেপ্টেম্বরের খবরে প্রকাশ , ভারতের ঝাড়খন্ড রাজ্যের একটি কয়লা খনিতে গত বুধবার গ্যাসের এক বিস্ফোরণে কমপক্ষে ৫৪জন শ্রমিক আটকা পড়েছেন ।
জানা গেছে , এই কয়লা খনি ঝাড়খন্ড রাজ্যের ধানবাদ এলাকায় অবস্থিত এবং ভারত কোকিং কয়লা কোম্পানির অধীনস্ত । বুধবার রাত ৯টার দিকে যখন শ্রমিকরা খনিতে স্বয়ণক্রিয় বিস্ফোরণের কাজ করছিলেন , তখন গ্যাসের এই বিস্ফোরণে খনির ছাদ ধ্বসে পড়েছে ।
ধানবাদ এলাকার পুলিশ প্রধান বলেছেন , উদ্ধার কর্মীরা জরুরীভাবে উদ্ধার কাজ শুরু করেছেন এবং সে দিন গভীর রাতে ৩জন শ্রমিককে উদ্ধার করেছেন । ভারত কোকিং কয়লা কোম্পানির একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন , এটি একটি ভয়ংকর দুর্ঘটনা । আটকে পড়া শ্রমিকদের বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই ।
|