জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের মহাসচিব, বিশ্ব বাণিজ্য সংস্থার সাবেক মহাপরিচালক সুপাচাই পানিচপাকদি ৬ সেপ্টেম্বর সাংহাই'-এ বলেছেন, চীনের অর্থনীতির বর্তমান বৃদ্ধির প্রবণতা বাজায় থাকলে, বিশ্বের অর্থনীতি ও এশীয় অর্থনীতি ইতিবাচক উন্নয়ন ত্বরান্বিত করবে।
একই দিন তিনি সাংহাই-এ অনুষ্ঠিত জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের '২০০৬ বার্ষিক বাণিজ্য ও উন্নয়ন রিপোর্ট' সংক্রান্ত সভায় অংশ নিয়েছেন। সাংবাদদাতাদের দেয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেছেন।
তিনি বলেছেন, চীনের উন্নয়ন বিশ্বের অর্থনীতির প্রবৃদ্ধির জন্য অবদান রাখার পাশা পাশি, অন্যান্য উন্নয়নমুখী দেশগুলোকে অভিজ্ঞতা প্রদান করতে হবে। তিনি মনে করেন, তা নাহলে বাজারের ব্যবস্থা অথবা সরকারের প্রশাসন সফল হবে না। বরং দু'টো কাজেরই সমন্বয় করা দরকার। এই ক্ষেত্রে চীন একটি উদাহরণ।
|