৬ সেপ্টেম্বর কায়রোয় অনুষ্ঠিত আরব লীগের এক নিয়মিত সম্মেলনে গৃহীত একটি প্রস্তাবে আরব দেশগুলোকে যৌথ অভিযান চালিয়ে পরমাণু প্রযুক্তি সম্পর্কিত গবেষণা বাড়ানো এবং শান্তিপূর্ণভাবে পরমাণু শক্তিসম্পদের ব্যবহারকে জোরদার করার আহ্বান জানানো হয়েছে।
পরে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে আরব লীগের মহাসচিব আমর মুসা বলেছেন, পারমাণবিক অস্ত্রের অবিস্তার চুক্তির সদস্য দেশ হিসেবে আরব দেশগুলো যার যার অধিকার পালন করা এবং শান্তিপূর্ণভাবে পরমাণু শক্তিসম্পদ ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। যাতে আরব দেশগুলোতে টেকসই উন্নয়নের বাস্তবায়ন নিশ্চিত করা যায়।
মুসা বলেছেন, অনেক দেশ পরমাণু শক্তিসম্পদের গবেষণা ও ব্যবহারের উন্নততর ক্ষেত্রে প্রবেশ করেছে। আরব দেশগুলোর উচিত পরমাণু প্রযুক্তি গবেষণার জন্যে প্রয়োজনীয় সংস্থা প্রতিষ্ঠা করা এবং বিভিন্ন ক্ষেত্রে বেসামরিক পরমাণু শক্তিসম্পদের ব্যবহার জোরদার করা।
|