মার্কিন মহাশূন্য ব্যুরো ৬ সেপ্টেম্বর বিকেলে ঘোষণা করেছে যে, "আটলান্টিস"নামক মহাশূণ্যযান উত্ক্ষেপণের সময় আবারও ২৪ ঘন্টা পিছিয়ে দেয়া হয়েছে এবং ৮ সেপ্টেম্বর তা উত্ক্ষেপণ করা হবে।
পরিকল্পনা অনুসারে "আটলান্টিস" ৬ সেপ্টেম্বর উত্ক্ষেপণ করার কথা ছিলো। কিন্তু সে দিন ভোরে পর্যবেক্ষকরা আবিষ্কার করেন যে, মহাশূণ্যযানের জন্যে বিদ্যুত্ শক্তি যোগানো তিনটি জ্বালানী ব্যাটারির মধ্যে একটিতে গোলযোগ দেখা দিয়েছে। তাই উত্ক্ষেপণের সময় ২৪ ঘন্টা পিছিয়ে দিতে বাধ্য হয়।
মার্কিন মহাশূণ্য ব্যুরো সূত্রে জানা গেছে, গবেষণার পর কর্মীরা ব্যাটারির সমস্যার সমাধান করেননি।
মহাশূণ্য ব্যুরো বলেছেন, সমস্যা যথাসময়ে নিষ্পত্তি করতে পারলে ৮ সেপ্টেম্বর উত্ক্ষেপণের পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে। না হলে "আটলান্টিসের" উত্ক্ষেপণ অক্টোমর মাস পর্যন্ত পিছিয়ে দেয়া হবে।
|