চিলির সিনেটের চেয়ারম্যান এডোয়ার্বো ফ্রেই ও প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান আনতোনিও লীলের আমন্ত্রণে স্থানীয় সময় ৫ সেপ্টেম্বর রাতে চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্র্যান্ডি কমিটির চেয়ারম্যান উ পাংকুও স্যানডিয়েগোয় পৌঁছে তাঁর চিলি সফর শুরু করেছেন।
তিনি বিমান বন্দরে এক ভাষণে বলেছেন, চীন ও চিলি সম্পর্ক প্রতিষ্ঠার ৩৬ বছর ধরে দু'দেশের রাজনীতি, আর্থ-বাণিজ্য, বিজ্ঞান-প্রযুক্তি ও সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রের সহযোগিতা দিনে দিনে জোরদার করেছে। নতুন শতাব্দীতে চীন-চিলি
সহযোগিতার সম্পর্ক উন্নত হচ্ছে। চিলি প্রথমে চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেয়ার জন্যে চীনের সঙ্গে দ্বিপাক্ষীয় চুক্তি সম্পাদন করেছে। চিলি প্রথমে চীনের বাজার অর্থনীতির অবস্থান সমর্থন করেছে। ল্যাটিন অ্যামেরিকারের মধ্যে প্রথমে চীনের সঙ্গে অবাধ বাণিজ্যি চুক্তি স্বাক্ষর করেছে। এতে প্রতীয়মান হয়েছে যে,চীন ও ছিলির সম্পর্ক এক নতুন পযায়ে উঠেছে।
|